দামাস্কাস (সিরিয়া), ১০ ডিসেম্বর: Mohamed al-Bashir: পালাবদলের সিরিয়ায় পেল নতুন প্রধানমন্ত্রী। বাশারের দেশে এবার বাশিরের রাজ হতে চলেছে। আগামী মার্চ পর্যন্ত সিরিয়ার কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সিরিয়ার প্রধান বিরোধী নেতা মহম্মদ আল-বাশির। এতদিন প্রধানমন্ত্রীর আসনে ছিলেন বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মহম্মদ গাজি জালাই। আসাদের মত গাজি জালাই দেশ ছাড়েননি। বরং বলেছিলেন, নতুন সরকার গড়তে তিনি বিদ্রোহীদের সাহায্য করবেন।
বিদ্রোহের চাপে দেশ ছেড়ে পলাতক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কার্যত একাই লড়াই চালাচ্ছিলেন বাশির। আসাদ পরিবারের সমান্তরাল সরকার 'স্যালভেশান গর্ভমেন্ট'-এর প্রধান ছিলেন বাশির।
সিরিয়ার নতুন অস্থায়ী প্রধানমন্ত্রী
This is Mohammed al-Bashir, the head of the #HTS-linked transitional government in #Damascus -- he says he'll head up a transitional period lasting until March 1, 2025.pic.twitter.com/fWlbOgUScx
— Charles Lister (@Charles_Lister) December 10, 2024
১১ দিনের গৃহযুদ্ধে আসাদের সরকারের পতন ঘটানো ইসলামী বিদ্রোহীদের মধ্যে অনেকই সিরিয়ার সিংহাসনে বসার দৌড়ে ছিলেন। তাদের মধ্যে দেশের মসনদে বসা নিয়ে মতান্তরও হয়েছে। তাই আপাতত মাস তিনেকের জন্য সিরিয়ায় স্থিতিবস্থা ফেরানোর জন্য বাশিরকেই বেছে নিলেন সবাই। মার্চের পর হয়তো দেশে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। প্রসঙ্গত, ২০০০ থেকে সিরিয়ার প্রেসিডেন্ট পদে ছিলেন বাসার-আল আসাদ। তার আগে ১৯৭১ সাল থেকে দেশের প্রেসিডেন্ট ছিলেন বাসার আল আসাদের বাবা হাফিজ আল-আসাদ।