Credit: Instagram

মুম্বইয়ে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ড ২০২৪ ইভেন্ট৷ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত হয় এই অনুষ্ঠান। শনিবার হয় মিস ওয়ার্ল্ড ২০২৪ এর ফাইনাল রাউন্ড। এদিন বিশ্বসুন্দরীর খেতাব জিতে মিস ওয়ার্ল্ড ২০২৪ হলেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোসকা ৷ গত বছরের বিজয়ী, পোল্যান্ডের ক্যারোলিনা বিয়ালাওস্কা তার উত্তরসূরি ক্রিস্টিনা পিসকোভাকে সম্মানের সঙ্গে পরিয়ে দেন মিস ওয়ার্ল্ড ২০২৪-এর মুকুট।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এখানে সৌন্দর্যের সঙ্গে গুরুত্ব দেওয়া হয় সামাজিক উদ্বেগ ও বুদ্ধিমত্তাকেও। ক্রিস্টিনা শুধু সুন্দরীই নয়, বুদ্ধিমান এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত এক ব্যক্তি। ক্রিস্টিনার মডেলিং ক্যারিয়ারের অভিজ্ঞতা এবং সামাজিক কাজের প্রতি তার আবেগ তাকে অবশ্যই এই প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে সাহায্য করেছে।

২৮ বছর পর বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় অনুষ্ঠিত হয় ভারতে ৷ যার ফলে ফের লাইমলাইটে আসে ভারত। এই দেশের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ২২ বছর বয়সি সিনি শেট্টি৷ ২০২২ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড খেতাব জেতেন তিনি ৷ তবে মিস ওয়ার্ল্ড ২০২৪-এর খেতাব জেতেন ক্রিস্টিনা পিসকোসকা। আগামী বছর অবশ্যই অনুপ্রেরণা হিসেবে আবির্ভূত হবে ক্রিস্টিনা।