Sophia Forchas. (Photo Credits:X)

School Shooting Survivor: মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে অলৌকিক ঘটনা। গত মাসের শেষের দিকে মিনিয়াপোলিসের (Minneapolis School Shooting) এক ক্যাথলিক স্কুলে ঘটে যাওয়া ভয়াবহ বন্দুকবাজের হামলায় মাথায় গুলি লেগেছিল ১২ বছরের সোফিয়া ফর্চাসের (Sophia Forchas)। চিকিৎসকরা তখনই পরিবারকে জানিয়েছিলেন, মেয়েটির মৃত্যু শুধুই সময়ের অপেক্ষা। ১২ বছরের মেয়েটির মস্তিষ্কে এখনও একটি গুলি আটকে আছে। তাকে বাঁচাতে চিকিৎসকরা অস্ত্রপচার করে অর্ধেক খুলি অপসারণ করতে বাধ্য হন। কিন্তু আশ্চর্যজনকভাবে, সব চিকিৎসা ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে সোফিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

মেয়েটির মাথায় এখনও একটি গুলি আটকে রয়েছে

অথচ মেয়েটির মাথায় এখনও একটা গুলি আটকে রয়েছে। এখন হাসপাতালের আইসিসিইউ থেকে ছাড়া পেয়ে তিনি জেনারেল বেডে এসেছেন সোফিয়া। হাঁটছে, কথা বলছে, স্বাভাবিক খাওয়াদাওয়া করছে সে। পরিবারের লোকেরা অবাক এভাবে সোফিয়ার মৃত্যু মুখ থেকে "অলৌকিক"ভাবে ফিরে আসায়।

দেখুন খবরটি

গত ২৭ অগাস্ট স্কুলে বন্দুকবাজের হামলা ২ শিশু নিহত হয়

গত ২৭ আগস্টের ওই হামলায় দুই শিশু নিহত হয়, আহত হয় এক ডজনেরও বেশি। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখেছিল সোফিয়ার ৯ বছরের ভাই। সোফিয়ার মা একজন স্বাস্থ্যকর্মী, তিনি নিজেও আহতদের সেবায় হাত লাগিয়েছিলেন, তখনও জানতেন না, তাঁর নিজের মেয়েও গুলিবিদ্ধ হয়ে লড়াই করছে মৃত্যুর সঙ্গে। সোফিয়ার চিকিৎসার জন্য খোলা 'গো-ফান্ড মি' ক্যাম্পেনে ইতিমধ্যেই ১০ লক্ষ ডলারের বেশি তহবিল উঠেছে। বাবা বলছেন, "সে দয়ালু, বুদ্ধিমতী, জীবনে ভরাএকজন নিষ্পাপ শিশু, যাকে প্রার্থনার সময় নির্মমভাবে আক্রমণ করা হয়েছিল।"