বন্দুক নিয়ে খেলতে খলতে আচমকা চলল গুলি। ১৪ বছরের যুবকের হাতে প্রান গেল ১২ বছরের কিশোরের। মিনেসোটার (Minnesota) সেন্ট পল-এ রবিবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে ঘটে এই অঘটন। অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে সেন্ট পল পুলিশ। খুনের অভিযোগে নাবালককে সংশোধনাগারে রাখা হয়েছে।
আমেরিকার এক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃত যুবকের নাম মার্কি জোনস। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা ১২ বছরের ছেলেটিকে মৃত বলে জানিয়ে দেন।
মৃতের এক আত্মীয় পুলিশকে জানায়, সেদিন রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে সব বন্ধুরা মিলে রাত্রিযাপনের পরিকল্পনা করেছিল। সেখানেই বন্ধুক নিয়ে খেলা করছিল তারা। কোন ভাবে বন্দুক থেকে ভুলবশত গুলি বেরিয়ে যায়। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'এমনটা হওয়ার কথা ছিল না। আগ্নেয়াস্ত্রের প্রতি বাচ্চারা কুতূহলী। তাই আশা করি এই ঘটনার পর থেকে যাদের কাছে এই ধরণের অস্ত্র রয়েছে তাঁরা তা বাচ্চাদের থেকে দূরে রাখবেন'। একটা ছোট গাফিলতির জন্যে জোনসকে হারানোর শোক প্রকাশ করেছেন তিনি।