এক দেশ থেকে আরেক দেশে পারপার করতে গিয়ে বিপত্তি।সমুদ্রে আটক থাকা ৬১ জন পরিযায়ীকে উদ্ধার করল লিবিয়ান কোস্ট গার্ড। এছাড়া ১১ জনের দেহও উদ্ধার করা হয়েছে । ত্রিপোলি থেকে ৫৫ কিলোমিটার পূর্বে গারাবুল্লি(Garibulli) উপকূল থেকে উদ্ধার করা হয় পরিযায়ীদের দেহ। এখনও পর্যন্ত এই বছর এই নিয়ে ৪,৩৩৫ টি পরিযায়ীকে উদ্ধার করেছে লিবিয়ান কোস্ট গার্ড(Lybian Coast Guard)।
এছাড়া ইন্টারন্যাশন্যাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তরফ থেকে জানা গেছে, লিবিয়া দিয়ে যাওয়ার পথে এখনও পর্যন্ত মারা গেছেন ৩১০ অবৈধ অনুপ্রবেশকারী এবং ২২৭ জন এখনও নিঁখোজ হয়েছেন মধ্যভূমধ্যসাগরে।
ইউরোপীয় ইউনিয়নে (EU) ঢোকার ক্ষেত্রে বাইরে দেশ থেকে আসা মানুষ এই ভূমধ্য়সাগরের সামুদ্রিক রাস্তাটি ব্যবহার করে। ভয়ানক যাত্রার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা, তুরষ্ক পেরিয়ে এসে ইতালিতে ঢোকার চেষ্টা করে এই সব পরিযায়ী শ্রমিকরা।তবে সবার ক্ষেত্রেই প্রচেষ্টা সফল হয় না। কেউ কেউ সমুদ্রর পথে আসতে গিয়েই মারা যান।
ইউরোপে যাওয়ার পথে একটি বৃহত্তর অংশ লিবিয়ার মধ্যে দিয়ে যায়।তাই এই অংশ দিয়েও অনেক পরিযায়ী শ্রমিক সমুদ্র পার করে ইউরোপে ঢোকে।
The Libyan Coast Guard has rescued 61 illegal migrants and recovered 11 bodies off the coast of Garrabulli, some 55 km east of the capital Tripoli.
(Representational Image) pic.twitter.com/JqQrnSccQR
— IANS (@ians_india) April 26, 2023