মেক্সিকোতে পণ্যবহনকারী ট্রাক উল্টে মৃত ১০, আহত ২৫। ঘটনাটি ঘটেছে রবিবার মেক্সিকোর গুয়েতামালা সীমান্তের কাছে চাইপাশ নামক স্তানে।
ট্রাকটি অবৈধভাবে ২৭ জন কিউবানদের নিয়ে যাচ্ছিল।পিজিয়াপন টনোলা হাইওয়েতে যাওয়ার সময় দুর্ঘটনার সম্মুখীন হয় তারা। প্রশাসনের তরফে জানা গেছে গাড়ির অতিরিক্ত গতি থাকার কারণে তা পাল্টি খেয়ে এই দুর্ঘটনা ঘটে।ঘটনায় আহতদেরকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
পরিযায়ীদের নিয়ে যাওয়ার পথে এটি দ্বিতীয় দুর্ঘটনা বলে জানা গেছে। এক সপ্তাহ আগেই আরও একটি দুর্ঘটনা ঘটে মেক্সিকোতে।সেখানে পরিযায়ীদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল একটি নির্দিষ্ট গন্তব্যস্থানে।বৃহস্পতিবারই গাড়ি উল্টে ২ দুজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়।
যদিও মধ্য আমেরিকা এবং কিউবা থেকে মার্কিন যুক্ত রাষ্ট্রে পৌছনোর জন্য ট্রাক বা ট্রলারে করে মেক্সিকোর মধ্যে দিয়েই যাতায়াত করে থাকে।
২০২১ সালে একই জায়গাতে একটি ট্রাক উল্টে গিয়ে ৫৫ জন মানুষের মৃত্যু হয়।যা গুয়েতেমালা সীমান্তের কাছে অবস্থিত।
Mexico: 10 Cuban migrants killed, 25 injured after truck overturns near Guatemala
Read @ANI Story | https://t.co/PCvMzN782o#Mexico #accident #Truck pic.twitter.com/C0RvqyHhV3
— ANI Digital (@ani_digital) October 2, 2023