Volcano Massive Eruption Video: একের পর এক বিপর্যয়ে কাবু বিশ্বে এবার আগ্নেয়গিরি থেকে বছরের সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা। মঙ্গলবার ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে মাউন্ট লেওতোবি (Mount Lewotobi) লাকি-লাকি আগ্নেয়গিরি ( Laki-Laki Volcano) অতি সক্রিয় হওয়ার পর অগ্ন্যুৎপাতে লাভা বের হতে শুরু করে। লাকি লাকি আগ্নেয়গিরির ঘুম ভাঙার পর সেখান থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। মাটি থেকে ১০ হাজার মিটার উঁচুতে ওঠে বিষাক্ত কালো ধোঁয়া। দৃশ্যমান্যতা শূন্য হয়ে যায়। ওই অঞ্চলে বিমান চলাচল বন্ধ করে দিতে হয়। অগ্ন্যুৎপাতের পর তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্কতা জারি করে ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল এজেন্সি।
আগ্নেয়গিরির ভয়াবহ রূপ দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা
লাকি-লাকি আগ্নেয়গিরি থেকে ধোঁয়ার কালো কুণ্ডলি বের হওয়ার পর বালি এবং আশেপাশের পর্যটন এলাকায় একের পর এক বিমান বাতিল করতে হয়। সেখানকার গ্রামগুলো ছাইয়ে ঢেকে গিয়েছে। জ্বলন্ত এই আগ্নেয়গিরিটি থেকে ৭-৮ কিমি ব্যাসার্ধে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানকার অন্তত ২০০ জন বাসিন্দাকে অন্যত্র নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার ভলকানোলজি এজেন্সি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। গত বছর ইন্দোনেশিয়ার ভেম্বরে আগ্নেয়গিরির বিস্ফোরণে ৯ জন মারা গিয়েছিল।
দেখুন জাগল লাকি-লাকি আগ্নেয়গিরি
🚨 BREAKING: Massive eruption at Mount Lewotobi Laki-laki, Indonesia! 🌋
On June 17, 2025, at 17:35 WITA, the volcano blasted an ash column nearly 10,000 meters into the sky!
😱 #LakiLaki #MountLewotobi #Indonesia #Volcano #Lewotobi #Eruption pic.twitter.com/jcmXjabou3
— know the Unknown (@imurpartha) June 17, 2025
১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির দেশ হল ইন্দোনেশিয়া
প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির দেশ ইন্দোনেশিয়া 'প্যাসিফিক রিং অফ ফায়ারে' অবস্থিত। যা পৃথিবীর সবচেয়ে ভূতাত্ত্বিকভাবে সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল।