
Dubai Tower Fire: ইজরায়েল-ইরানের মধ্যে চলা যুদ্ধ পরিস্থিতির উত্তেজনায় মিসাইল হামলা দেখে আঁতকে ওঠা বিশ্ববাসীর সামনে এবার দুবাইয়ের এক আবাসিক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর। দুবাইয়ের ৬৭ তলা মারিনা পিনাকেল টাওয়ারে (আবাসিক ভবন) ভয়াবহ অগ্নিকাণ্ড। কী কারণে এই আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সেখানকার মানুষ এই টাওয়ারকে 'টাইগার টাওয়ার' নামে ডেকে থাকেন। টাওয়ারটিতে মোট ৭৬৪টি অ্যাপার্টেমন্টে ৪ হাজারের কাছাকাছি বাসিন্দা বসবাস করেন। তাঁদের সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন ক্রমশ ছড়াতে শুরু করে। দুবাই দমকলের শতাধিক ইঞ্জিনের চেষ্টাতেও ৬ ঘণ্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
দেখুন কীভাবে দুবাইয়ের ৬৭তলা বিল্ডিং বা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
🚨 BREAKING: Massive blaze engulfs Dubai Marina tower overnight!
🔥 Dubai Civil Defence pulls off heroic rescue, saving 3,820 lives in a dramatic evacuation.
👏 Zero casualties reported after hours-long firefight!#Dubai #MarinaFire #Breaking #HeroicRescue #CivilDefence pic.twitter.com/BlkjQd6YoM
— know the Unknown (@imurpartha) June 14, 2025
এই কাণ্ডের ফলে দুবাইয়ের একটি অংশের ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সঙ্গে ট্র্যাফিক জ্যামও হচ্ছে। ২০১৫ সালে এই টাওয়ারের ৪৭ তলায় ভয়াবহ আগুন লেগেছিল।