Gaza Hostages. (Photo Cerdits:X)

Gaza Hostage Families Protest: ঘরে-বাইরে চাপ বাড়ছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর। একদিকে গাজায় সাধারণ মানুষদের ওপর হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হচ্ছেন নেতানিয়াহু। তার মধ্যে আবার দেশে পণবন্দিদের আত্মীয় পরিজন-বন্ধুদের আন্দোলন বড় আকার নিয়েছে। পণবন্দিদের এবার ফেরাতেই হবে সরকারকে। এমন দাবিতে রাস্তায় আগুন লাগাচ্ছে বিক্ষোভকারীরা। ইজরায়েলের বেশ কয়েকজন মন্ত্রীদের বাড়িতেও হামলা চালিয়েছেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা ফের 'হোস্টেজেস স্কোয়ারে' ন্যাশনাল ডে অফ স্ট্রাগল উপলক্ষে জমায়েত হয়েছেন। তাদের দাবি গাজায় এখনও আটকে থাকা পণবন্দি ইজরায়েলিদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে সরকারকে। এই আন্দোলনের মাঝে একটি ভয়াবহ প্রদর্শনীতে দেখা যাচ্ছে হলুদ চেয়ার, খালি প্লেট আর ছড়িয়ে থাকা খাবার। যা প্রতীকীভাবে বোঝানো হচ্ছে পণবন্দিদের না খেতে পাওয়া আর নির্মমতার কাহিনি।

কী বলছেন প্রতিবাদকারীরা

কবি ও ইদিত ওহেলের মতো আত্মীয়রা, যাদের ছেলে আলন নোভা উৎসব থেকে অপহৃত হয়েছিল, আবেগভরা কণ্ঠে বলছেন,'সমঝোতা এখন টেবিলে রয়েছে। এটাই সঠিক সময়।'প্রতিবাদকারীরা শুধু স্কোয়ারেই নন, দেশের বিভিন্ন স্থানে মন্ত্রীদের বাড়ির সামনেও জড়ো হচ্ছেন। তারা রাস্তায় অবরোধ করছেন, নাম ধরে ধরে পড়ে শোনাচ্ছেন। শোককে রূপ দিচ্ছেন অবিরাম চাপের মধ্যে।

দেখুন খবরটি

দু বছর হতে চলল

২০২৩ সালের ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে হামাস জঙ্গিরা ইজরায়েলে ঢুকে পড়ে বহু সাধারণ মানুষদের গাজায় পণবন্দি করে রেখে দেয়। তারপর থেকে ৪৬ মাস ধরে টানা গাজায় আক্রমণ করে ধ্বংসস্তুপে পরিণত করছে নেতানিয়াহুর দেশ।