জল্পনাই সত্যি হল। এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় দুই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মালিক দু'জনের মধ্যে মল্লযুদ্ধে নামবেন। বন্ধ খাঁচায় মল্লযুদ্ধ বা খালি হাতে লড়াই করতে দেখা যাবে মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম)-র সিইও মার্ক জুকেরবার্গ ও এক্স (আগে টুইটার)-টেসলা-বোরিং কোম্পানির প্রধান ইলন মাস্ক-কে। দুই বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দুই মালিকের খাঁচায় বন্দি যুদ্ধ সরাসরি দেখানো হবে X (আগে টুইটার) অ্যাপে। এই ম্যাচ থেকে ওঠা যাবতীয় অর্থ যাবে চ্যারিটিতে বৃদ্ধ, প্রবীণ মানুষদের জন্য।
মার্ক জুকেরবার্গকে ক্যারেটের পোশাকে লড়তে দেখে সোশ্যাল মিডিয়ায় সরাসরি তার সঙ্গে খালি হাতে দ্বৈরথের প্রস্তাব দিয়েছিলেন মাস্ক। এরপর থেকেই জল্পনা তীব্র হয়েছিল। কিন্তু মাঝখানে দু পক্ষই চুপ করে যাওয়ায় মনে হচ্ছিল তেমন কিছু হবে না।
দেখুন টুইট
Zuck v Musk fight will be live-streamed on 𝕏.
All proceeds will go to charity for veterans.
— Elon Musk (@elonmusk) August 6, 2023
কিন্তু এদিন টুইটে (এক্স) মাস্ক জানালেন, তার সঙ্গে জুকেরবার্গের লড়াই দেখা যাবে X প্ল্যাটফর্মে। এই লড়াইয়ের জন্য তিনি তৈরি হচ্ছেন বলেও ইঙ্গিত দিয়েছেন। তবে কবে হবে এই লড়াই তা জানা যায়নি।