নয়াদিল্লিঃ বাইডেন(Joe Biden) প্রশাসনের বারবার চাপ, এ বার বিস্ফোরক মেটা(Meta) সিইও মার্ক জুকারবার্গ(Mark Zuckerberg)। কোভিডের সময় বেশকিছু কনটেন্ট না প্রকাশের জন্য চাপ দেওয়া হয়েছিল বাইডেনের তরফে, এমনটাই অভিযোগ আনছেন মেটার সিইও(CEO)। ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভকে সম্বোধন করা চিঠিতে জুকারবার্গ তৎকালীন হোয়াইট হাউসের সব দাবিগুলি জানান। এ সব দাবিদাওয়ার সঙ্গে আপোষ করতে আর রাজি নন তিনি,তাই গোটা ব্যাপারটি সামনে এনেছেন বলেও জানান। এই চিঠিতে তিনি লেখেন, "২০২১ সালে হোয়াইট হাউস সহ বিডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক মাস ধরে আমাদের টিমকে COVID-19 বিষয়ক কিছু নির্দিষ্ট বিষয়বস্তু 'সেন্সর' করার জন্য বারবার চাপ দিয়েছিল। এই প্রস্তাবে আমরা রাজি না হলে বিভিন্নভাবে চাপ আসতে থাকে।" শেষে যোগ করেন, "চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমাদের কাছেই ছিল। আমরা সেই মতো সিদ্ধান্ত নিই। তবে আমি বিশ্বাস করি যে সরকারী চাপ ভুল ছিল। এবং আমি দুঃখিত যে আমরা সেইসময় বিষয়টি সম্পর্কে খুববেশি স্পষ্টবাদী ছিলাম না। এখন বিষয়টা আমাদের কাছে অনেকটাই সহজ হবে।" আর এই ধরনের চাপের মুখে পড়ে আপোষ করবেন না তিনি এমনটাও সাফ জানিয়ে দেন।"
বাইডেন প্রশাসনের বিরুদ্ধে বড় অভিযোগ মার্ক জুকারবার্গের
#Meta CEO Says He was ‘pressured’ by Biden to pull #COVID content, & that he regrets the company’s decision to accede to the demands#MarkZuckerberg #BidenHarris2024 pic.twitter.com/m9xu5Cpt10
— CNBC-TV18 (@CNBCTV18Live) August 27, 2024