সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনের (Westfield Bondi Junction) মলে আচমকাই জনসাধারণের ওপর আততায়ীদের হামলা। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ বন্দুক, ছুরি নিয়ে হামলা চালিয়েছে কয়েকজন। এই হামলায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু সরকারিভাবে স্বীকার করেছে স্থানীয় প্রশাসন। যদিও জানা যাচ্ছে মৃতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে।
বন্দুক চালানোর পাশাপাশি ছুরি দিয়েও হামলা চালানো হয় সাধারণ নাগরিকদের ওপর। হামলার জেরে মলের মধ্যে অনেকে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। যার ফলে পদপিষ্ট হয়েছে বেশ কয়েকজন। সবমিলিয়ে এক শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে মলে হামলা চালিয়ে আততায়ীরা পালিয়ে যায়। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউ সাউথ ওয়েলসের পুলিশ। অন্যদিকে আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
A man was shot at a mall in Sydney following reports of multiple people stabbed. Emergency services were called to Westfield Bondi Junction, reports Reuters citing New South Wales Police
— ANI (@ANI) April 13, 2024
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এদিন বিকেলে তাঁদের কাছে হঠাৎই এমার্জেন্সি কল আসে। তখনই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ দেখে আততায়ীরা গা ঢাকা দেয়। এই হামলায় কোনও জঙ্গিযোগ রয়েছে কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।্টয়