লাহোর বিমানবন্দরে চলল গুলি, মৃত ১, আহত ২
Representational Image (Photo Credits: ANI)

লাহোর, ৩ জুলাই, ২০১৯: এবার বন্দুকবাজের হামলা পাকিস্তানে (Pakistan) । তাও আবার বিমানবন্দরে। স্বাভাবিকভাবেই উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বুধবার ‌লাহোর (Lahor)বিমানবন্দরের আন্তর্জাতিক লাউঞ্জের মধ্যে ঢুকে দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাল আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হল দু’জনের। বিমানবন্দর জুড়ে জঙ্গি হামলার আতঙ্ক ছড়িযে পড়লেও পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি যোগ নেই।

 

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে সৌদি আরবে বিশেষ প্রার্থনা সেরে লাহোরের আলম্মা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন দুই যাত্রী। আন্তর্জাতিক লাউঞ্জ দিয়ে আসার সময়েই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় আর্শাদ এবং শান নামক দুই আততায়ী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই দুই ব্যক্তি। এই ঘটনায় গোলাগুলির মাঝে পড়ে গিয়ে একজন আহত হয়েছেন। দুই আততায়ীকেই গ্রেপ্তার করা হয়েছে। আরও পড়ুন, রাজ্যের নাম বদলের প্রস্তাব খারিজ করল নরেন্দ্র মোদি সরকার, পশ্চিমবঙ্গের নাম 'বাংলা' হচ্ছে না জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

 

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গোটা ঘটনাটি ঘটেছে ব্যক্তিগত শত্রুতা থেকে। এখানে কোনও সন্ত্রাসবাদের সম্পর্ক নেই। তবে ঘটনার পর যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগ্নেয়াস্ত্র–সহ বিমানবন্দরে প্রবেশ নিরাপত্তার ফাঁক–ফোকর নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ‌‌