পশ্চিম আফ্রিকার দেশ মালির ডেম্বো গ্রামে সশস্ত্র সন্ত্রাসবাদী গোষ্ঠীর হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।জুলাই মাসের শুরুতে মালির মধ্যাঞ্চলের একটি গ্রামে সশস্ত্র একদল হামলাকারী হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যা করেছিল। তারপর আবারও এক মাসের মধ্যেই এই হত্যালীলা।
স্থানীয় এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার সকালে সিনহুয়া বার্তা সংস্থাকে টেলিফোনে বলেন, "এই মাঠে কাজ করার সময় নিরীহ গ্রামবাসীদের হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। এই গণহত্যা আমাদের শোককে আরও গভীর করেছে। আমাদের জনগণ এই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলির থেকে ক্রমাগত হুমকির মধ্যে রয়েছে তা এই হামলা থেকেই প্রমাণিত।" সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে মধ্য মালিতে বেসামরিক মানুষের ওপর হামলা বেড়েছে। বান্দিয়াগাড়া গভর্নরেটের মতে, সশস্ত্র সন্ত্রাসবাদী গোষ্ঠীরা এর আগে ১ জুলাই মপতি অঞ্চলের জিগুইবম্বো গ্রামে হামলা চালিয়েছিল এবার আবার ডেম্বো গ্রামে এই হত্যাকান্ড।
মালির উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় এক দশকের বেশি সময় ধরে আল–কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট নানা জিহাদি দল সক্রিয়। যার ফলে এখনও অবধি পশ্চিম আফ্রিকার দেশটিতে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০২০ সাল থেকে পশ্চিম আফ্রিকার মধ্য সাহেল অঞ্চলে এ ধরনের সহিংস ঘটনা প্রায়ই ঘটছে। মালি থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো এবং নাইজারেও জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে। এসব হামলায় অনেকে নিহত হয়েছেন।
26 civilians killed by terrorists in #Mali @NewsroomOdishahttps://t.co/roqlw2GYh8
— Newsroom Odisha (@NewsroomOdisha) July 24, 2024