মলদ্বীপের (Maldives) প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করতে পার্লামেন্টে সই জোগাড় সাংসদদের। মলদ্বীপের স্থানীয় মিডিয়া সূত্র থেকে জানা গেছে মলদ্বীপ ডেমোক্রাটিক পার্টি এবং ডেমোক্রাটসদের সঙ্গে যুক্ত হয়ে প্রেসিডেন্টকে ইমপিচমেন্টের প্রস্তাব এনেছেন।
এমডিপি এবং ডেমোক্রাটের মোট ৩৪ জন সংসদ সদস্য এই ইমপিচমেন্টকে সমর্থন করেছেন। এর মধ্যেই সংসদের ভেতরে দুপক্ষের মধ্যে মারামারি কাণ্ড বেধে যায়। যে কারণে সংসদে প্রচুর নিরাপত্তা কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। রবিবার এই ধরনের হামলার কারণে সংসদের কাজ ব্যহত হয় বলে জানা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে এমডিপি এবং পিএনসি সংসদের মধ্যে লড়াই। যেখানে মাটিতে ফেলে একজন আরেকজনকে পেটাচ্ছেন।
মলদ্বীপ ডেমোক্রাটিক পার্টি (Democratic Party) এবং ডেমোক্র্যাটরা যৌথভাবে মলদ্বীপের বৈদেশিক নীতি পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন, নীতিতে এই ধরনের পরিবর্তন দেশের দীর্ঘ শান্তির পক্ষে ক্ষতিকারক হতে পারে বলে মত বিরোধীদের। তাদের দাবি মলদ্বীপে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতীয় মহাসাগরে সুরক্ষা এবং নিরাপত্তা গুরুত্বপূর্ণ।
Security beefed up as Maldivian opposition party readies impeachment motion against President Muizzu
Read @ANI Story | https://t.co/kf1f003QUu#Maldives #Male #ParliamentSession pic.twitter.com/NHURm0Jcqm
— ANI Digital (@ani_digital) January 29, 2024