ঠিক কয়েকমাস আগেই ইন্ডিয়া ব্যাক স্লোগান শুরু করেছিল মালদ্বীপ। স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল তাঁরা আর ভারতের সাহায্য চায় না। আর এই ক্যাম্পেনের সমর্থন করেছিলেন মালদ্বীপের সদ্য প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)। বলা ভালো, তিনিই নির্বাচনে জিতেছিলেন ভারত ছাড়ো ক্যাম্পেনের মাধ্যমে। কিন্তু অবশেষে পতন হল অহংকারের। আপাতত তাঁর দাবি ভারতই মালদ্বীপের পরম বন্ধু।
আসলে ভারতের থেকে ঋণ নিয়েই দেশ চালাতো মালদ্বীপ। এর আগে প্রাক্তন মালদ্বীপ প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্ম সোলিহর প্রশাসন প্রায় ১.৪ মিলিয়ন মার্কিন ডলার ভারতের থেকে নিয়েছিল। সবমিলিয়ে গতবছরের মধ্যে ৪০০.৯ মিলিয়ন ডলার দিতে হত ভারতকে। কিন্তু নভেম্বরে মইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ঋণ পরিশোধ হয়নি। এই নিয়ে নয়াদিল্লি কড়া মনোভাব দেখাতেই সুর নরম করল মালদ্বীপ।
Amid strained ties, Maldives President Muizzu seeks debt relief from India; calls it "closest ally"
Read @ANI Story | https://t.co/TFtLIEOREQ#MohamedMuizzu #Maldives #India pic.twitter.com/1S5hWwnIM0
— ANI Digital (@ani_digital) March 23, 2024
এখন মইজ্জুর বলছেন ভারত বন্দনা কথা। তাঁর দাবি, ভারত সরকার মালদ্বীপকে আরও কিছুটা সময় দিক। প্রসঙ্গত, কয়েকমাস আগেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা তোলার দাবী জানিয়েছিল সেখানকার সরকার। এই নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছিল।