Nobel With Girl (Photo Credit: FB)

ঢাকা, ২১ মে: ফের খবরের শিরোনামে নোবেল (Mainul Ahsan Noble)। বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় গায়ক নোবেলের গ্রেফতারি নিয়ে ওপার বাংলায় জোর চর্চা শুরু হয়েছে। অভিযোগ মইনুল আহসান নোবেল এক কলেজ ছাত্রীকে অপহরণ করেছেন। সেই সঙ্গে গত ৭ মাস ধরে নোবেল ওই ছাত্রীকে ঘরের ভিতরে আটকে রেখে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ঢাকার ডেমরা থানার পুলিশের তরফে নোবেলকে ধর্ষণ এবং অত্যাচারের অভিযোগে গ্রেফতার করা হয়।

নোবেল গ্রেফতার হতেই তা নিয়ে যখন জোর চর্চা শুরু হয় বাংলাদেশ জুড়ে, সেই সময় বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে আসতে শুরু করে। সোশ্যাল মিডিয়া হ্যানেডেল নোবেলের সঙ্গে এক তরুণীকে দেখা যায়। কখনও নোবেলের কোলে বসতে দেখা যায় তাঁকে। আবার কখনও গায়ককে জড়িয়ে ধরে চুম্বন করতে দেখা যায়। ককনও নোবেলের সঙ্গে তাঁকে হাসি মুখে পোজ় দিতেও দেখা যায়।

ভাইরাল হতে শুরু করেছে বাংলাদেশের ইডেন কলেজের ছাত্রীর সঙ্গে নোবেলের একাধিক ছবি...

একের পর এক পোস্ট ভাইরাল হতে শুরু করেছে নোবেলের গ্রেফতারির পর...

ওই তরুণীর সঙ্গে নোবেলের ছবি দেখে নানা প্রশ্ন উঠতে শুরু করে। নোবেলের সঙ্গে যে তরুণীকে এভাবে হাসি মুখে দেখা যায়, তিনি কীভাবে গায়কের বিরুদ্ধে ধর্ষণ কিংবা অত্যাচারের অভিযোগ করতে পারেন বলে প্রশ্ন তোলেন বহু মানুষ।

তবে এই প্রথম নয়, এর আগেও নোবেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। কখনও নারী নির্যাতন আবার কখনও নোবেলের মাদকাশক্তি নিয়ে তিনি প্রশ্নের মুখে পড়েছেন। আর এবার নোবেলের বিরুদ্ধে দায়ের করা হয় ধর্ষণের মামলা।