Louvre Museum Heist: প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়ামে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। বিশ্বের অন্যতম ঐতিহাসিক নিদর্শনের ভাণ্ডার, যেখানে মোনালিসার মতো অমূল্য শিল্পকর্ম সযত্নে রক্ষিত থাকে। সেই লুভর মিউজিয়ামেই ঘটেছে হলিউডি সিনেমার কায়দায় এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা। সূত্রের খবর, দুষ্কৃতীরা একটি হাইড্রোলিক মই ব্যবহার করে জাদুঘরের ভেতরে প্রবেশ করে এবং সেখান থেকে অমূল্য অলংকারসহ একাধিক ঐতিহ্যবাহী বস্তু লোপাট করে। আজ, রবিবার ল্যুভের মিউজিয়াম খোলার কিছুক্ষণের মধ্যেই এই ডাকাতি ঘটে। ফরাসি সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি জানিয়েছেন, মিউজিয়ামে সংস্কার কাজের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা একটি 'ফর্ক-লিফট' ব্যবহার করে জানালা ভেঙে মিউজিয়ামের 'অ্যাপেলো গ্যালারি'-তে ঢোকে। সেখানেই রাখা ছিল নেপোলিয়নের রাজমুকুট ও ফরাসি রাজপরিবারের অমূল্য গয়নাগুলি রাখা ছিল। মাত্র মিনিট সাতেকের মধ্যেই উধাও হয়ে যায় লুভের মিউজিয়ামে রাখা সম্রাট নেপোলিয়নের ১০টি অলঙ্কার।
১৪০ ক্যারেটের হীরে কেন ছুঁল না ডাকাতরা
তবে অবিশ্বাস্য হলেও সত্যি, ডাকাতরা ছুঁয়েও দেখেনি লুভরের সবচেয়ে বিখ্যাত রত্ন ‘রিজেন্ট ডায়মন্ড’, ১৪০ ক্যারেট ওজনের সেই হীরকখণ্ড যা আজও নেপোলিয়নিক কালেকশনের মণিমুক্তার মুকুট হিসেবে বিবেচিত। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ ঘটনাটিকে “একটি বড়সড় ডাকাতি” বলে মন্তব্য করেছেন এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
দেখুন খবরটি
🇫🇷 #France Louvre Robbery in 7 Minutes — Criminals Acted Like in "Ocean's Eleven"
Unknown perpetrators pulled off a daring robbery at the Louvre, entering the Apollo Gallery using a cherry picker through a building under construction. The entire heist took just 7 minutes.… pic.twitter.com/TCYAGN8sxu
— Military Conflicts (@Alex_RobertsJ) October 19, 2025
৭ মিনিটের ডাকাতি, তদন্ত করছে পুলিশ
তবে ফরাসি সংবাদপত্র লে পারিসিনের-এর রিপোর্ট অনুযায়ী, চুরি যাওয়া এক বস্তু পরে মিউজিয়ামের পাশের রাস্তার ধারে ফেলে রাখা অবস্থায় উদ্ধার হয়েছে, সম্রাজ্ঞী ইউজেনিয়ার ভাঙা মুকুট। এটা কি ডাকতদের ভুল পদক্ষেপ, না কি কোনও সুচিন্তিত বার্তা? নাকি এক পরিকল্পিত বিভ্রান্তি? কেন ‘রিজেন্ট’কে বাঁচিয়ে রেখে অন্য অমূল্য রত্ন উধাও করে দেওয়া হলো! এই প্রশ্নই এখন ঘুরছে গোটা ফ্রান্সে। পুলিশ তদন্ত শুরু করেছে, আর লুভরের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে উঠেছে নতুন করে তীব্র বিতর্ক।