Los Angeles Wildfire (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৩ জানুয়ারি: নতুন করে জ্বলছে লস এঞ্জেলস (Los Angeles)। এবার লস এঞ্জেলসের উত্তরাংশের বনাঞ্চল দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। লস এঞ্জেলসের ক্যালিফোর্নিয়ার বহু অংশে দাবানল (Wildfire) শুরু হলে, তার জেরে প্রায় ৫০ হাজার বাসিন্দাকে সেখান থেকে সরে যাওয়ার কথা বলা হয়। দেরি না করে ওই অঞ্চলের প্রত্যেক বাসিন্দা যাতে নিরাপদ জায়গায় সরে যান, সে বিষয়ে প্রশাসনের তরফে একাধিকবার আবেদন করা হচ্ছে।

আরও পড়ুন: Los Angeles Wildfire Video: পুড়ে ছারখার সব; দাবানলের মাঝে হাজির 'ফায়ার টর্নেডো', ভয়াবহ হচ্ছে অবস্থা দেখুন

দাউ দাউ করে ফের জ্বলতে শুরু করেছে লস এঞ্জেলস...

নতুন করে দাবানল আতঙ্ক ছড়াচ্ছে লস এঞ্জেলসের উত্তরাংশে...

 

 

রিপোর্টে প্রকাশ, বুধবার সকাল (স্থানীয় সময়) থেকে লস এঞ্জেলসের উত্তরাংশ নতুন করে আগুনের গ্রাসে প্রবেশ করে। প্রায় ৯,৪০০ একর জায়গা হু হু করে জ্বলতে শুরু করেছে। ফলে ঘন, কালো ধোঁয়ায় ঢাকতে শুরু করেছে আকাশ। লস এঞ্জেলসের উত্তরাংশের যে সমস্ত এলাকা পর্যটকদের কাছে অতি প্রিয়, সেই সমস্ত জায়গা আগুনের গ্রাসে চলে এসেছে বলে খবর। ফলে লস এঞ্জেলসের দমকল বাহিনীর তরফে অতি দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে।