প্রয়াত হলেন ৩৯'তম মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার (Jimmy Carter)। ৩০ ডিসেম্বর রবিবার মৃত্যুকালে প্রাক্তন রাষ্ট্রপতির বয়স হয়েছিল ১০০ বছর। মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী রাষ্ট্রপতি হলেন জিমি। প্রাক্তনের প্রয়াণে আমেরিকার বিদায়ী রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden) শোক প্রকাশ করেছন। বিবৃতিতে তিনি লিখলেন, 'আজ আমেরিকা এবং গোটা বিশ্ব একজন অসাধারণ নেতা, রাষ্ট্রনায়ক এবং মানবতাবাদীকে হারালো'।
১৯৭৮ সালে মার্কিন রাষ্ট্রপতি থাকাকালীন জিমি ভারত সফরে এসেছিলেন। দিল্লির অদূরে দৌলতপুর নাসিরাবাদ গ্রামে তাঁর সফর একটি স্থায়ী ছাপ রেখে যায়। বাসিন্দারা তাঁর সম্মানে গ্রামের নাম পরিবর্তন করে 'কার্টারপুরি' রাখেন।
একশো বছরে প্রয়াত প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি...
Our founder, former U.S. President Jimmy Carter, passed away this afternoon in Plains, Georgia. pic.twitter.com/aqYmcE9tXi
— The Carter Center (@CarterCenter) December 29, 2024
রাষ্ট্রপতি হয়ে ভারত সফরের আগে থেকেই এই দেশের সঙ্গে কার্টারের এক গভীরতর সংযোগ রয়েছে। জিমির মা লিলিয়ান কার্টার, ১৯৬০ এর দশকের শেষের দিকে পিস কর্পস স্বাস্থ্য স্বেচ্ছাসেবক হিসাবে ভারতে কাজ করেছিলেন। এই ব্যক্তিগত বন্ধন এবং একই সঙ্গে কার্টারের গণতান্ত্রিক মূল্যবোধ, ভারত-মার্কিন সম্পর্কের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছিল।