দিল্লি, ৯ অক্টোবর: ফের জারি করা হল সতর্কতা। জাপানে (Japan) বাড়ছে ইনফ্লুয়েঞ্জা। যার জেরে জাপানের বেশ কিছু এলাকায় কড়া নজরদারির আওতায় পড়ছে। জাপানে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ যেভাবে বাড়তে শুরু করেছে, তার জেরে স্কুল, কলেজ বন্ধ করা হয়েছে। দোকান, বাজারও করা হয়েছে বন্ধ। এই মারাত্মক ইনফ্লুয়েঞ্জা যাতে ডালপালা বিস্তার করতে না পারে, তার জন্যই স্কুল, কলেজ,দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাপান থেকে যাতে কেউ বেরোতে না পারেন বা বাইরে থেকে কেউ ভিতরে আসতে না পারেন, তার জন্য সীমান্তেও বাড়ানো হয়েছে নিরাপত্তার বহর। প্রত্যেক বছর জাপানে যে ধরনের মরশুমি ইনফ্লুয়েঞ্জা দেখা দেয়, এবারও তাই হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার তার সময় এগিয়ে এসেছে। ফলে গত বছরের তুলনায় এবার ৫ সপ্তাহ আগে মানুষের জ্বর, সর্দি, কাশি বাড়তে শুরু করায় স্কুল, কলেজ সব বন্ধ করা হয়েছে সংক্রমণের ভয়ে। তবে এখনও পর্যন্ত কোনও ধরনের লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়নি।
তবে জ্বরের সংক্রমণ যাতে বাড়তে না পারে, তার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। জাপানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এই সময় ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়তে শুরু করেছে। ফলে এই জ্বর, সর্দি, কাশির প্রভাবে সংক্রমণ যাতে অত্যন্ত বেশি হারে ছড়াতে না পারে, তার জন্য করা হয়েছে পদক্ষেপ।