২০২৩-এ এক্সে যোগ দিয়েছিলেন লিন্ডা ইয়াকারিনো (Linda Yaccarino)। ইলন মাস্কের অন্যতম আস্থাভাজন ছিলেন তিনি। তাই তাঁকে সিইও পদে দায়িত্ব দিয়েছিলেন ইলন। সংস্থার ব্যবসায়িক কাজকর্ম খুব ভালোভাবেই সামলাচ্ছিলেন তিনি। কিন্তু আচমকাই ঘটল ছন্দপতন। বুধবার আচমকাই লিন্ডা ঘোষণা করলেন তিনি সংস্থার সঙ্গে আর কোনওভাবেই যুক্ত নেই। সিইও পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। এদিন সামাজিক মাধ্যমে পোস্ট করে চাকরি ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি। যদিও সোশ্যাল মিডিয়ার পোস্টে সংস্থার উদ্দেশ্যে শুভকামনা জানিয়েছেন তিনি। তবে লিন্ডা কেন এক্স ছাড়লেন, সেই বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি।
লিন্ডা ইয়াকারিনোর পদত্যাগ নিয়ে উঠছে প্রশ্ন
লিন্ডাকে নিয়োগ করার সময় এই পদ পাওয়ার জন্য মরিয়া ছিলেন ইউটিউব, ইয়াহু সংস্থার প্রাক্তন সিইও, এমনকী মাস্কের স্টার্টআপ সংস্থা নিউরালিঙ্কের শীর্ষ কর্তা শিভন জিলিসের মতো ব্যক্তিরা। কিন্তু তাঁদেরকে ছাপিয়ে এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগে প্রধান কর্ত্রী লিন্ডা ইয়াকারিনো এই চাকরি পান। তাঁকে নির্বাচিত করার পরই এক্সে পোস্ট করে লিন্ডাকে শুভেচ্ছা জানিয়ে নিজের কাজ বুঝিয়ে দিয়েছিলেন মাস্ক। যদিও এদিন তাঁর পদত্যাগ হওয়ার পর এক্স নিয়ে একাধিক প্রশ্ন উঠছে অনেকের মধ্যে।
সিইও পদের জন্য লোক খুঁজবেন ইলন মাস্ক
২০২২-এ টুইটার কেনে ইলন মাস্ক। কেনার পর একাধিক পুরোনো কর্তাদের ছাঁটাই করে নতুন মুখ খুঁজতে শুরু করে মাস্ক। লিন্ডা ছাড়াও সংস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পদের লোক লোক নেয় মাস্ক। শুধুমাত্র এক্সের প্রযুক্তিগত বিভাগ সামলাচ্ছিলেন তিনি। কিন্তু এবার লিন্ডার জায়গায় নতুন কাকে নেন মাস্ক, এখন সেটাই দেখার।