বন্যার করবলে পড়ে বিধ্বস্ত লিবিয়া। প্রায় ২০০০ মানুষের মারা যাওয়ার আশঙ্কা। ঘটনাটি ঘটেছে লিবিয়ার পূর্বঅঞ্চলে। ড্যানিয়েল নামক ঝড়ের দাপটে একনিমেষে যেন হাওয়া হয়ে গিয়েছে বেশিরভাগ বসতি।
লিবিয়ার নিউজ এজেন্সী অনুযায়ী, দেশের পূর্বঅঞ্চলের প্রশাসনের প্রেসিডেন্ট ওসামা হামাদ জানিয়েছেন, প্রবল ঝড়ের কারণে বাড়িগুলি ধ্বংস হয়ে গিয়েছে।এবং লিবিয়ার পরিস্থিতি ভয়ানক বলে জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে দেশের বিপর্যয়ের ভয়াবহতার ছবি উঠে এসেছে। ডুবে যাওয়া গাড়ি, ভাঙাচোরা বিল্ডিং, উপকূল এলাকায় বিধ্বস্ত ঘরের ছবি দেখা গিয়েছে। যদিও ঝড়ের আগেই হাসপাতাল গুলি থেকে রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
মধ্যসাগরের দিকে যাওয়ার আগে এই ঝড় গত সপ্তাহেই গ্রীসে এই ঝড় প্রবল বিপর্যয়ের সৃষ্টি করেছিল বলে জানা গেছে।
Libya Floods: Storm Daniel Sweeps Libya Causing 'Catastrophic' Flooding, Over 2,000 Feared Dead; Videos Show Drowned Cars, Collapsed Buildings and Flooded Streets #StormDaniel #Flooding #Libya https://t.co/AhkhttLWxF
— LatestLY (@latestly) September 12, 2023
Storm Daniel sweeps Libya, over 2000 feared dead
Read @ANI Story | https://t.co/8e5TIYRQ1Q#StormDaniel #Libya #Floods pic.twitter.com/lu43QLWMTg
— ANI Digital (@ani_digital) September 12, 2023