দিল্লি, ২০ সেপ্টেম্বর: আতঙ্ক বাড়ছে মধ্য়প্রাচ্যে। পরপর ২ দিন ধরে হেজবুল্লা জঙ্গিদের ঘাঁটিতে এক নাগাড়ে হামলা শুরু করেছে ইজরায়েল (Israel) । গত ২ দিন ধরে হেজবুল্লার শক্ত ঘাঁটি কেঁপে উঠছে কখনও পেজার আলার কখনও ওয়াকি-টকি বিস্ফোরণে। পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণে গত ২ দিন ধরে লেবাননে প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আহত ৩ হাজার। ফলে মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বাড়তে শুরু করেছে ইজরায়েলের হামলার জেরে।
গত ২ দিন ধরে হেজবুল্লার (Hezbollah) ২৫ জনের মৃত্যু হয়েছে। ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে হাত মিলিয়ে গাজায় লড়ছে ইজরায়েলের বিরুদ্ধে। ফলে হামাসের পাশাপাশি হেজবুল্লার খোঁজে দক্ষিণ লেবাননে হামলা শুরু করেছে ইজরায়েল। যার জেরে এবার সুর চড়ানো হয় হেজবুল্লার তরফে। লেবাননে যে হামলা হয়েছে, তা যুদ্ধে সূচনা বলে মন্তব্য করা হয় হেজবুল্লা নেতার তরফে। হেজবুল্লা নেতা হাসান নাসরুল্লা মন্তব্য করে, ইজরায়েল যেভাবে পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণ করেছে, তাতে সব সীমা অতিক্রম হয়েছে। ফলে যুদ্ধের সূচনা হয়েছে বলে মন্তব্য করে নাসরুল্লা।
হেজবুল্লা নেতার হুমকির জেরে মার্কিন (US Warplane) যুদ্ধবিমান তৈরি। কোনও ধরনের হামলা হলে তা প্রতিরোধ করতে সব সময় তৈরি আমেরিকা বলে স্পষ্ট জানানো হয়। পেন্টাগনের মুখপাত্র জানান, ইজরায়েলকে সমর্থন করতে তারা সব সময় তৈরি। তাই কোনওভাবেই এই হুমকি সহ্য করা হবে না বলে স্পষ্ট জানানো হয় আমেরিকার তরফে।