UPS (Photo Credit: Wikipedia)

UPS Layoffs: ফের কর্মী ছাঁটাই (Layoffs)। এবার মার্কিন পার্সেল সংস্থা ইউনাইটেড পার্সেল সার্ভিস (UPS) বা ইউপিএসের তরফে বহু কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। বছরভর এই মার্কিন সংস্থা থেকে প্রায় ৪৮ হাজার কর্মীকে ছাঁটাই করা হচ্ছে বলে খবর। করোনা অতিমারীর পর থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া এবার ইউনাইটেড পার্সেল সার্ভিসের তরফে করা হচ্ছে বলে রিপোর্টে প্রকাশ।

আটলান্টার ওই কোম্পানির তরফে জানানো হয়েছে, কোম্পানির থার্ড কোয়ার্টারের রোজগার প্রকাশ্যে আসার পর এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, কোম্পানির অপারেশন এবং ম্যানেজমেন্ট কস্ট সামাল দেওয়ার জন্যই এই বিপুল কর্মী ছাঁটাই করা হচ্ছে।

নিউ ইয়র্ক পোস্টের খবর  অনুযায়ী, মার্কিন সংস্থা ইউপিএস প্রায় অর্ধেক কর্মী নিয়ে চলতি বছর শুরু করে। শুধু তাই নয়, ৪৮ হাজার কর্মী ছাঁটাইয়ের অর্থ, সংস্থার অর্ধেক মানুষকে তাড়ানো হয়েছে।

ইউপিএস গোটা আমেরিকা জুড়ে যে ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন করেছে, তার মধ্যে রয়েছেন বেশিরভাগ ট্রাক চালক এবং ওয়্যার হাউসের কর্মী। ট্রাক চালক এবং ওয়্যার হাউস কর্মীদের তাড়িয়ে ওয়ার্ক ফোর্স কম করেছে এই মার্কিন সংস্থা। তবে ১৪ হাজার ম্যানেজমেন্ট এবং কর্পোরেট কর্মীদেরও চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে বলে জানানো হয় ইউপিএসের তরফে।

সবকিছু মিলিয়ে ইউনাইটেড পার্সেল সার্ভিস বা ইউপিএসের তরফে য বিপুল কর্মী ছাঁটাই করা হয়েছে, তা গোটা বিশ্বের নজর কেড়েছে।