Bangladesh: পণ্যবাহী ভেসেলের ধাক্কায় বাংলাদেশে ১০০ যাত্রী নিয়ে ডুবল লঞ্চ
লঞ্চডুবির প্রতীকী ছবি, (Photo Credits: Pixabay)

ঢাকা, ৫ এপ্রিল: বাংলাদেশে (Bangladesh) ভয়াবহ লঞ্চডুবির ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের দেহ উদ্ধার হয়েছে। রবিবার সন্ধ্যা ছটা নাগাদ পণ্যবাহী জাহাজের ধাক্কায় ১০০ জন যাত্রীসমেত লঞ্চটি শীতলক্ষ্যায় ডুবে যায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের মদনগঞ্জ ঘাট এলাকায়। দেহ উদ্ধারের পর ময়নাতদ্নতের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। এই প্রসঙ্গে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অফিসের উপপরিচালক মোবারক হোসেন জানান, যাত্রীবাহী লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল। রবিবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রীবাহী লঞ্চটি মদনগঞ্জ এলাকায় এসকে-৩ নামের একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। সেখানেই তৈরি হচ্ছে শীতলক্ষ্যার তিন নম্বর সেতু। এই ঘটনায় মোট কতজন যাত্রী নিখোঁজ, তার সঠিক তথ্য মেলেনি। তবে অনেকেই নাকি লঞ্চডুবির পর সাঁতরে পারে ওঠেন। আরও পড়ুন-Sukma Encounter: বালুচিত্রে ছত্তিশগড়ে নকশাল হানায় শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য সুদর্শন পট্টনায়েকের

এদিক দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে সদর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউনুস মুন্সী। তিনি জানান সত্যি সত্যিই লঞ্চডুবির ঘটনা ঘটেছে। অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে তিনি মনে করছেন। সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, ওই লঞ্চে সবমিলিয়ে ১০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের চেষ্টায় ৩০ জন যাত্রী সাঁতরে পারে উঠতে পেরেছেন। নিখোঁজ যাত্রীদের পরিজন ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী অনেকই এখনও নিখোঁজ। সেই নিখোঁজ যাত্রীদের খোঁজে চলেছে তল্লাশি।