খুলল সালাল বাঁধ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ কয়েকদিন আগে চেনাব (Chenab River) ও বাগলিহার বাঁধ আটকে পাকিস্তানকে (Pakistan) কার্যত শুকিয়ে দিয়েছিল ভারত (India)। এরপর সেই চেনাবেরই চারটি লকগেট খুলে দেওয়া হয়। জম্মুতে ভারী বৃষ্টিপাতের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে পাকিস্তানে বন্যা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। শনিবার দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি হয়। শনি সন্ধ্যায় তা পাকিস্তানের দ্বারা লঙঘন করা হলেও, রাতভর কোনওরকম উত্তেজনা ছড়ায়নি পাকিস্তান। রবি সকালে নিয়ম মেনে খুলে দেওয়া হয়েছে চেনাব নদীতে নির্মিত রিয়াসি সালাল বাঁধের বেশকয়েকটি লকগেট। ফটক থেকে প্রচুর পরিমাণে পৌঁছে যাচ্ছে পাকিস্তানের দিকে।

খুলল সালাল বাঁধের একাধিক ফটক, জল যাচ্ছে পাকিস্তানে

উল্লেখ্য, এই নদীর জলের উপরই নির্ভরশীল সেদেশের কৃষিকার্য। প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হানার পর যখন নত্ন করে উত্তেজনা ছড়ায় ভারত পাকিস্তান সম্পর্কে, তখন শাহবাজ শরিফের দেশের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করে ভারত সরকার। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় সিন্ধু জলবন্টন চুক্তি। পাকিস্তানকে জলে মারতে উদ্যোগী হয় ভারত। বন্ধ করে দেওয়া হল সালালসহ একাধিক বাঁধ। যার জেরে কার্যত শুকিয়ে যেতে থাকে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয় কৃষিকাজ।

 যুদ্ধবিরতির মাঝেই খুলে দেওয়া সালাল বাঁধের একাধিক লকগেট,বন্যায় ভাসবে পাকিস্তান?