ইসালামাবাদ, ২৮ ডিসেম্বর: এবার রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিয়ে মন্তব্য করলেন পাকিস্তানি অভিনেত্রী, ইউটিউবার শেহর শিনওয়ারি। বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেহর শিনওয়ারি লেখেন, গতরাতে তিনি ভারত (India) নিয়ে স্বপ্ন দেখেছেন। যে স্বপ্নে তিনি দেখেন, ২০২৪ সালে নরেন্দ্র মোদীর (Narendra Modi) দল গোটা ভারত জুড়ে পরাজিত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর দল পরাজিত হওয়ায়, তাঁকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে। মোদীর দল পরাজিত হওয়ায় রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার সময়েই তাঁকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি স্বপ্ন দেখেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনই ট্যুইট করেন পাকিস্তানি অভিনেত্রী, ইউটিউবার শেহর শিনওয়ারি ( Sehar Shinwari)।
Last night I saw in dream I was in the year 2024 and there were celebrations all over in India because Modi's religious extremist political party had lost elections so badly. I was also invited to attend the Pmship oath taking ceremony of Rahul Gandhi in Rashtrapati Bhavan
— Sehar Shinwari (@SeharShinwari) December 28, 2022
যদিও শেহর শিনওয়ারির ওই ট্যুইটের পর সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয়।
প্রসঙ্গত এই প্রথম নয় যখন আলটপকা মন্তব্য করলেন পাক অভিনেত্রী, এর আগেও বহুবার বতাঁকে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। কখনও ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে চূড়ান্ত সমালোচনা করতে দেখা যায় তাঁকে। আবার কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় শেহর শিনওয়ারিকে। এবারেও তার অন্যথা হয়নি।