উত্তর গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করেছে ইজরায়েলে। স্থলপথে হাজারে হাজারে ইজরায়েলি সেনা গাজা সিটি-তে ঢুকে পড়ে দখল নিয়ে ফেলেছে। আকাশপথেও চলছে গাজা থেকে হামাস বাহিনীকে নির্মুলের প্রক্রিয়া। এরই মধ্যে উত্তর গাজায় জাবালিয়া আশ্রয় শিবিরে বড় বিস্ফোরণ হল। গাজার বেশীরভাগ অংশ ধুলিসাত হয়ে যাওয়ায় অনেকেই এই আশ্রয় শিবিরে ছিল। স্থানীয়দের দাবি আকাশপথে ইজরায়েলের বোমা হামলাতেই এই শরাণার্থী শিবিরে রক্ত গঙ্গায় বইছে।
এখনও পর্যন্ত সেখান থেকে ৫০টি দেহ উদ্ধার করা হয়েছে। হামাসের দাবি, এই আশ্রয় শিবিরে থাকা ৪০০ জন মারা গিয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগ শিশু ও মহিলা আছেন বলেই খবর। গত ৭ অক্টোবর গাজায় ইজরায়েল বাহিনীর আকাশপথে হামলায় ঘরছাড়া হাওয়ার পর জাবালিয়ার এই আশ্রয় শিবিরে বহু মানুষ নিরাপদে থাকার জন্য এসেছেন। কিন্তু ইজরায়েলের বাহিনী গাজার কোনও অংশকেই আর নিরাপদ রাখছে না। স্থলপথে সেনা পাঠানোর আগে উত্তর গাজা থেকে সাধারণ মানুষদের আগেই দক্ষিণে সরে যেতে বলেছিল ইজরায়েল।
দেখুন ভিডিয়ো
BREAKING: Large explosion hits Jabalia refugee camp in northern Gaza, killing at least 47 people pic.twitter.com/UUBzm5M6Dx
— BNO News (@BNONews) October 31, 2023
এদিকে, জাতিসংঘের ত্রান ও উদ্ধারকার্য দফতর জানাল গত ৭ অক্টোবর ইজরায়েলে যুদ্ধ ঘোষণার পর তাদের ৬৭ জন কর্মীরা গিয়েছেন। ইজরায়েল সেনা জানিয়েছে, গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে তাদের দুই সেনা শহীদ হয়েছেন। এদিকে, স্থানীয় সংবাদমাধ্যেমে প্রকাশ গাজায় ইজরায়েলের অন্তত ২০ হাজার সেনা ঢুকে পড়ে অভিযান চালাচ্ছে। হামাসের দাবি প্যালেস্টাইনে ইজরায়েল বিহানীর হামলায় গত ৭ অক্টোবর ৮৫২৫ জন মারা গিয়েছেন। তাদের মধ্যে ৩৫৪২টি শিশু ও ২১৮৭ জন মহিলাও আছেন।