Flag of Pakistan(Photo Credits: IANS)

লাহোর, ২৮ সেপ্টেম্বর: হজরত মহম্মদ সাঃ-কে নিয়ে বিকৃত মন্তব্যের অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন এক মুসলিম মহিলা৷ ঘটনাটি পাকিস্তানের (Pakistan)৷ লাহোরের দায়রা আদালত (Lahore sessions court) এই দণ্ডাদেশ দিয়েছে৷ মৃত্যুদণ্ডে দণ্ডিতার নাম সালমা তনবীর৷ পাকিস্তান দণ্ডবিধির ২৯৫-এর সি ধারা অনুযায়ী সালমা তনবীরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে পাকিস্তানি মুদ্রায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মনসুর আহমেদ কুরেশি ২২ পাতার শুনানিতে রায় ঘোষণা করেছেন৷ সংবাদ মাধ্যম ডন জানিয়ছে, দণ্ডিতা সালমা তনবীর এক বেসরকারি স্কুলের মালকিন এবং অধ্যক্ষা৷ তিনি হজরত মহম্মদ সাঃ-কে অস্বীকার করেছেন৷ এবং নিজেকে পয়গম্বর আখ্যা দিয়ে একটি লেখনি জেরক্স করে বিতরণ করেছেন৷

দণ্ডিতার তরফের আইনজীবী মহম্মদ রমজান দণ্ডাদেশ শুনেই দাবি করেন, তাঁর মক্কেলের মানসিক স্থিতি ছিল না৷ তিনি বলেন, এই বার্তা শুনেই বিচারক অভিযুক্তের মানসিক পরিস্থিতির পরীক্ষার নির্দেশ দেন৷ এদিক অভিযোগকারীর আইনজীবীর দাবি, ঘটনাটি ২০১৩-সালের৷ সেই বছর ২ সেপ্টেম্বর সালমা তনবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়৷ তারপরেও একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষার পদে আসীন ছিলেন অভিযুক্ত৷ সেই স্কুলের মালিকানাও তাঁর নামে৷ গ্রেপ্তারির আগে পর্যন্ত একাহাতে স্কুলের যাবতীয় কর্মকাণ্ড সামলেছেন৷ মানসিক স্থিতি না থাকলেও এই কাজ করা সম্ভব নয়৷ আরও পড়ুন-Delhi: মন্দির ভাঙছে অসাধু প্রোমোটার, সুবিচারের আশায় আদালতে গেলেন এলাকার মুসলিমরা

তবে বিচারক পর্যবেক্ষণ বলছে, মানসিক স্থিতি না হারালে কেউ এই ধরনের ধর্মীয় নিন্দা (blasphemy charge) লিখে তার প্রতিলিপি জন সাধারণের মধ্যে বিতরণ করতেন না৷