নতুন দিল্লি, ২৮ সেপ্টেম্বর: প্রোমোটারদের লোভি নজর থেকে মন্দিরকে বাঁচাতে এবার আদালতে গেলেন এলাকার মুসলিম বাসিন্দারা৷ অভিনব ঘটনাটি রাজধানীর (Delhi) জামিয়া নগরের (Jamia Nagar) নুর নগরে৷ গত সপ্তাহেই এনিয়ে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হন এলাকার বাসিন্দারা৷ ১৯৭০ সালে মন্দিরটি তৈরি হয়েছিল৷ মন্দিরটিতে নিয়মিত পুজো হয়৷ নাম সংকীর্তন চলে৷ নুর নগরের বেশিরভাগ বাসিন্দাই মুসলিম৷ এখানকার ২০৬ নম্বর ওয়ার্ডে রয়েছে মন্দির (temple)৷ অভিযোগ, গত সপ্তাহে আচমকাই মন্দির লাগোয়া ধর্মশালাটি ভেঙে ফেলা হয়৷ মন্দিরটিও ভাঙার পরিকল্পনা চলছে৷ সেই মতো মন্দিরের ভিতরে থাকা মূর্তিগুলিকে রাতারাতি সরিয়ে ফেলা হয়েছে৷ এলাকার অসাধু প্রোমোটার স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে মন্দিরটি ভেঙে ফেলতে চাইছে৷ আরও পড়ুন-ISRO’s Exhibition For Students: বাসের মধ্যে চন্দ্রযান-মঙ্গলযান, পড়ুয়াদের জন্য ইসোরর প্রদর্শনী (দেখুন ছবি)
আদালতে আবেদনকারী বাসিন্দাদের দাবি, মন্দির ভেঙে সেখানো কোনও বড় নির্মাণকাজ করতে চায় প্রোমোটাররা৷ সেই উদ্যোগেই এই বেআইনি ভাঙচুর চলছে৷ যেহেতু নুর নগর মুসলিম অধ্যুষিত এলাকা৷ তাই মন্দির ভাঙাকে কেন্দ্র করে যাতে কোনও রকম সাম্প্রদায়িক গোলমাল না ছড়িয়ে পড়ে, তা দেখতে আদালতকে অনুরোধ করেছেন বাসিন্দারা৷ মন্দির ভাঙা বন্ধ করতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা৷
বাসিন্দারা বলেছেন, শুধু নুর নগরেই নয়৷ লাগোয়া এলাকার একটি মন্দির ইতিমধ্যেই ভেঙে ফেলে অবৈধ নির্মাণ শুরু হয়েছে৷ এবার সেই তালিকায় পড়তে চলেছে এই মন্দিরও৷ কোনওরকম অঘটন ঘটার আগেই মন্দির রক্ষায় ঝাঁপিয়ে পড়েছেন তাঁরা৷ এদিকে শুনানির পরেই দিল্লি পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ মন্দির সংলগগ্ন নির্মাণ যাতে বাঙা না হয় সেদিকে নজর দিতে বলেছেন৷ এর পরেই মন্দির চত্বরে পুলিশ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷