চেন্নাই, ২৮ সেপ্টেম্বর: সোমবার চেন্নাইয়ের স্কুল পড়ুয়াদের জন্য প্রদর্শনীর আয়োজন করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)৷ একটি বাসের মধ্যে এই প্রদর্শনীর ব্যবস্থা হয়েছিল৷ সেখানে চন্দ্রযানের মিনিচেয়ার মডেলের পাশাপাশি ছিল মঙ্গলযানও (Chandrayaan, Mangalyaan Models)৷ এবং ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের আরও অনেক কর্মকাণ্ডের নমুনা প্রদর্শনের জন্য সই বাসে রাখা হয়৷ চেন্নাইয়ের বিভিন্ন স্কুলের নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই প্রদর্শনীতে অংশ নিয়েছিল৷ কীভাবে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়, প্রদর্শনীতে আগত পড়ুয়াদের সামনে তার ব্যাখ্যা দেন ইসরোর কর্তারা৷ সেই সঙ্গে স্যাটেলাইট উৎক্ষেপণ দেশের উন্নয়নে কতটা কার্যকরী, তাও জানান৷ আরও পড়ুন- Coronavirus Cases In India: ২০১ দিন পরে ২০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও
ইসরোর প্রদর্শনী
Tamil Nadu | Indian Space Research Organisation (ISRO) organized an exhibition for school students in Chennai on Monday
ISRO displayed rocket miniature models of Chandrayaan, Mangalyaan among their other works. pic.twitter.com/RwleT6T74J
— ANI (@ANI) September 27, 2021
প্রদর্শনীর পর তসলিমা নামের এক ছাত্রী সংবাদ সংস্থা এএনআইকে জানায়, “আমাদের পড়াশোনার কাজে এই প্রদর্শনী দারুণ সহায়ক হবে৷ চন্দ্রযান-১ ও ২ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে৷ বাসের মধ্যে প্রদর্শনীর উদ্যোগ দারুণ ব্যাপার৷ আমরা অনেককিছু শিখলাম৷” আর এক পড়ুয়া কেরেনা শেরিন জানিয়েছে, “আমরা এই পর্দর্শনী দেখার জন্য উদগ্রীব ছিলাম৷ এটি একেবারে প্রাকটিক্যাল সেশনের মতো ছিল৷ প্রদর্শনী দেখতে গিয়ে বইতে পড়া থিয়োরির সঙ্গে রিলেট করতে পারছিলাম৷ পাশাপাশি এই প্রদর্শনী মহাকাশ বিজ্ঞানের প্রতি আমাদের আগ্রহও তৈরি করে দিল৷”