কিম-জং-উন (Photo Credits: Getty images)

সিওল, ৩০ এপ্রিল: উত্তর কোরিয়ার শাসক কিম-জং-উনের (Kim Jong Un) সুস্থতা নিয়ে গুজব চলছে নিরন্তর। প্রথমে রটে গেল কার্ডিওভাসকুলার সার্জারিতে অসুস্থ হয়ে পড়েছেন কিম। তারপর রটল তিনি করোনা রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখছেন। এদিকে সেদেশে নাকি একজনও করোনা আক্রান্ত নেই। এখন শোনা যাচ্ছে উত্তর কোরিয়ার উত্তরপূর্ব উপকূলের এক বিলাসবহুল রিসর্টে আরাম করছেন কিম-জং-উন। অন্তত স্যাটেলাইট ইমেজ তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের তথ্যানুসারে উত্তরপূর্ব উপকূলীয় সমুদ্রে ভেসে বেড়াচ্ছে বিলাসবহুল নৌযান। যা সাধারণত কিম ও তাঁর সফরসঙ্গীরা ব্যবহার করে থাকেন। শুধু ভাসছেই না, তার স্থান পরিবর্তন হচ্ছে মুহুর্মুহু। ওনসান প্রোভাইডের কাছে নৌযানটিকে দেখাও গিয়েছে।

গত ১৫ এপ্রিল ছিল কিমের দাদু কিম এল সাং-এর জন্মজয়ন্তী। তিনিই উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা। সেদিনের অনুষ্ঠানে যোগ দেওয়া বাধ্যতামূলক হলেও সেখানে কিমকে দেখা যায়নি। এই অনুপস্থিতিই কিমের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে দেয়। মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুসারে উত্তর কোরিয়ার যাবতীয় কার্যাবলীকে নজরে রাখা ওয়েবসাইচ এনকে পিআরও জানিয়েছে, স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে কিমের ব্যবহৃত বিলাসবহুল নৌযান ওনসান এলাকায় ঘোরাফেরা করছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, মহামারী করোনাকে এড়াতে হয়তো ওই নৌযানেই রয়েছেন কিম-জং-উন। আরও পড়ুন-Rishi Kapoor Hospitalised: ফের অসুস্থ ঋষি কাপুর, তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে

গত বেশ কয়েকদিন ধরে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে কিমের অসুস্থতা নিয়ে নানা খবর চলতে থাকে। কার্ডিওভাসকুলার অপারেশনে ত্রুটি থাকায় করোনায় আক্রান্ত হয়েছেন উত্তর কোরিয়ার শাসক। কিছু মার্কিন গণমাধ্যমের খবর কিমের ব্রেন ডেথ হয়েছে। তবে সেসব খবরকে অস্বীকার করেছে ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিল। সোশ্যাল মিডিয়ায় কিমের ভুয়ো শেষকৃত্যের ছবিও ছড়িয়ে পড়ে। এদিকে উত্তর কোরিয়ার শাসকের শারীরিক অবস্থার অবনতির খবরে মার্কিন মুলকে শুরু হয়ে যায় তোরজোর। যদি কিম-জং-উন মরণাপন্ন হন বা মারা গিয়ে থাকেন, তবে তাঁর অবর্তমানে কে উত্তর কোরিয়ার সিংহাসনে বসছে তানিয়ে হিসেব কষতে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।