দিল্লি, ৩০ সেপ্টেম্বর: স্কটল্যান্ডের গুরুদ্বারায় প্রবেশে বাধা দেওয়া হল ব্রিটেনে থাকা ভারতীয় আধিকারিক বিক্রম দোরাইস্বামীকে। খালিস্তানি জঙ্গি খুন ইস্যু নিয়ে যখন ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়ছে, সেই সময় ব্রিটেনের বারতীয় আধিকারিক দোরাইস্বামীকে স্কটল্যান্ডের গুরুদ্বারায় প্রবেশে বাধা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। স্কটল্যান্ডের গুরুদ্বারায় প্রবেশ করতে গেলে ব্রিটেনের বেশ কিছু শিখ প্রতিনিধি দোরাইস্বামীকে বাধা দেয়। দোরাইস্বামীকে কোনওভাবে গুরুদ্বারায় প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়। যা নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে।
গত ১৮ জুন কানাডার সুরেতে খুন হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর। খালিস্তানি জঙ্গি খুনে ভারত যোগের দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও ট্রুডোর সেই অভিযোগ তথক্ষণাৎ নস্যাৎ করে দেয় দিল্লি। এমনকী ট্রুডো যে অভিযোগ করেন, তার উপযুক্ত প্রামণ পেশ করুন বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে।