Kenya-Cult-Deaths (Photo Credit: Twitter@krassenstein)

নাইরোবি, ২৪ এপ্রিল: ঈশ্বরের সাক্ষাৎ পেতে আমৃত্যু অনাহারে থাকতে হবে। কেনিয়ায় (Kenya)  এমনই এক ধর্ম প্রচারকের কথায় বেশ কিছু মানুষ আমৃত্যু অনাহারে থাকতে শুরু করেন। যীশুর সাক্ষাৎ লাভের আশায় অনাহারে থাকতে গিয়ে মৃত্যু হয় বেশ কিছু মানুষের। কেনিয়া উপকূলের মালিন্দি নামে একটি ছোট্ট শহরে পাদরির কথা মেনে ইশ্বরের দেখা পেতে মৃত্যু হয় একের পর একজনের। পুলিশ কবর খুঁড়ে ৩৯ জনের দেহ উদ্ধার করেছে। যে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। একাধিক জায়গায় কবরের সন্ধান পেলে, সেখান থেকে আরও বেশ কিছু মৃতদেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা পুলিশের।

মালিন্দি শহরর বিভিন্ন জায়গা থেকে আরও বেশ কিছু কবর উদ্ধার হতে পারে বলে খোঁজ শুরু করেছে পুলিশ। প্রশাসন সূত্রে খবর, পাদরির কথা শুনে অনাহারে ৪৩ জনের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে থেকে উদ্ধার হয়েছে ৩৯ জনের দেহ। পল ম্যাকেঞ্জি নামে ওই পাদরি কেন মানুষকে এই ধরনের কথা বললেন, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও পল ম্যাকেঞ্জি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি স্থানীয় মানুষদের এই ধরনের কোনও কথা বলে উৎসাহিত করেননি বলে দাবি করা হয়েছে।

যদিও যাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, অনাহারে থেকে তাঁদের মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।