কাবুল, ১২ ডিসেম্বর: ফের বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল (Kabul)। সোমবার আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলের শহর-ই-নাউ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পাশাপাশি একাধিকবার গুলির শব্দও শোনা যায় কাবুলের ওই এলাকা থেকে। যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রবিবার আফগানিস্তান, পাকিস্তান সীমান্তের স্পিন বোদলাকে দুই দেশের সেনার মধ্য বিবাদ শুরু হয়। যার জেরে পাকিস্তান (Pakistan) এবং আফগানিস্তান সীমান্তের বহু মানুষ আটকে পড়েন। আফগানিস্তানের তালিবান সেনা পাক সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষের উপর অহেতুক অত্যাচার শুরু করে বলে অভিযোগ করা হয় পাক সেনার তরফে। যার জেরে দুই দেশের সেনা বাহিনীর মধ্যে শুরু হয় সংঘর্ষ।
স্পিন বোদলাকে দুই দশের সেনা বাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মেলে। মৃত্যু হয়। রবিবারের ঘটনার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এবার ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল।
আরও পড়ুন: Video: তালিবান, পাক সেনার লড়াই, উত্তপ্ত সীমান্ত আটকে বহু মানুষ, দেখুন ভিডিয়ো
জানা যায়. কাবুলে চিনের একটি বড়সড় রেস্তোরাঁর সামনেই সোমবার দুপুরে বিস্ফোরণ হয় এবং গোলাগুলি শুরু হয়। তবে কে বা কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
An explosion has taken place in Kabul where the #Hotel which #Chinese were living .
Source saying fighting is going on . pic.twitter.com/3WQC1TAQQ3
— Abdulhaq Omeri (@AbdulhaqOmeri) December 12, 2022