কাবুল, ২৬ অগাস্ট: কাবুল (Kabul) বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের জেরে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে খবর। কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের জেরে বেশ কয়েকজন তালিব যোদ্ধাও আহত হয়েছে বলে খবর।
বৃহস্পতিবার সকাল থেকেই কাবুল বিমানবন্দর (Kabul Airport) নিয়ে সতর্কতা জারি করে আমেরিকা। কাবুল বিমানবন্দরের অ্যাবে সহ অন্য গেটগুলি যাতে মার্কিন নাগরিকরা এড়িয়ে যান, সে বিষয়ে সতর্কতা জারি করে ওয়াশিংটন। আমেরিকার (US) পর ব্রিটেন (UK), অস্ট্রেলিয়ার (Australia) তরফেও জারি করা হয় সতর্কতা। ব্রিটিশ ,কিংবা অস্ট্রেলিয়ানরা কাবুল বিমানবন্দরে যাবেন না। আফগানরাও কাবুল বিমানবন্দর এড়িয়ে চলুন বলে সতর্কতা জারি করে ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমেরিকা।
আরও পড়ুন: Kabul Airport Blast: কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই
At least 13 people including children killed while many Taliban guards wounded in a blast outside Kabul airport — Taliban official via agencies
— Ragıp Soylu (@ragipsoylu) August 26, 2021
কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ ঘাটতে পারে আইসিস জঙ্গিরা। সেই কারণেই জারি করা হয় সতর্কতা। পরপর ৩ দেশ সতর্কতা জারির পরপরই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল।