কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ (Photo: Twitter)

কাবুল, ২৬ অগাস্ট: কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ। তবে হতাহতের খবর নেই। আশঙ্কা করা হচ্ছে বেশ কয়েকজন নিহত হয়েছেন। বিস্ফোরণের খবর জানিয়েছেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। জানা যাচ্ছে, একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটনো হয় বিমানবন্দরের অ্যাব গেটে। এর আগে কাবুল বিমানবন্দর থেকে ইতালির সামরিক বিমান ওড়ার পরই এটিকে লক্ষ্য করে গুলি করা হয়। তবে ঘটনায় বিমানটির কোনও ক্ষতি হয়নি।

কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা নিয়ে আগেই সতর্ক করেছিল মার্কিন প্রশাসন। মার্কিন নাগরিক-সহ অন্যদের বিমানবন্দর  থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। খুব প্রয়োজন না হলে কেউ কাবুল বিমানবন্দরে যাবেন না, আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদের প্রতি এমনই আবেদন জানানো হয়েছিল ওয়াশিংটনের তরফে। জানা যাচ্ছে, বিমানবন্দরের অ্যাবে গেট, নর্থ গেট এবং ইস্ট গেটে যাতে কোনও মার্কিন নাগরিক হাজির না হন, সে বিষয়ে জারি করা হয় সতর্কতা।

বলা হয়, মার্কিন সেনা বা দূতাবাসের তরফে যদি কাউকে কাবুল বিমানবন্দরের ওই গেটগুলিতে হাজির হতে বলা হয়, তবেই কেই যেন সেখানে যান।