Italian PM Giorgia Meloni (Photo Credit: @recordhaber/ X)

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) উচ্চতা নিয়ে মজা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় এক সাংবাদিককে পাঁচ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক রায় দিয়েছেন যে গিউলিয়া কর্টেজের (Giulia Cortese) দুটি টুইট, মানহানিকর এবং 'বডি শেমিং' এর সমান। ওই পোস্টে কর্টেজ মেলোনিকে 'ছোট্ট মহিলা' (little woman) হিসেবে বর্ণনা করে বলেন যে, 'আমি আপনাকে দেখতেও পাচ্ছি না।' রায়ের প্রতিক্রিয়ায় কোর্টেজ বলেন, 'ইতালি সরকারে অধীনে মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকতার ভিন্নমত নিয়ে গুরুতর সমস্যায় রয়েছে।' আসলে তিন বছর আগে সোশ্যাল মিডিয়ায় এই দুই মহিলা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এরপর ওই সাংবাদিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন মেলোনি। যখন কট্টর ডানপন্থী ব্রাদার্স অফ ইতালি পার্টি সরকারে ছিলনা, সে সময় কর্টেজ মেলোনির  একটি বিদ্রূপাত্মক ছবি প্রকাশ করেন যার ব্যাকগ্রাউন্ডে প্রয়াত ফ্যাসিবাদী নেতা বেনিটো মুসোলিনির একটি ছবি ছিল। France Fire Incident: ফ্রান্সের নিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন শিশুসহ মৃত্যু হল সাতজনের

এরপর কর্টেজ আরও টুইটের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন, যার অনুবাদ করে মানে দাঁড়ায়, 'আপনি আমাকে ভয় দেখাবেন না, জর্জিয়া মেলোনি। সর্বোপরি, আপনি কেবল ১.২ মিটার (৪ ফুট) লম্বা। আমি আপনাকে দেখতেও পাচ্ছি না'। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে মেলোনির উচ্চতা ১.৫৮ মিটার থেকে ১.৬৩ মিটারের মধ্যে দেওয়া রয়েছে। শেষ প্রাপ্ত খবর অনুসারে, কর্টেজ এই সাজার বিরুদ্ধে আপিল করতে পারেন, তবে মেলোনির আইনজীবী বলেছেন যে প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত যে ক্ষতিপূরণ পাবেন তা দাতব্য সংস্থায় দান করবেন। বৃহস্পতিবার এক্স-এ ইংরেজিতে লেখা এক আর্টিকেলে কর্টেজ লেখেন, ইতালিতে স্বাধীন সাংবাদিকদের জন্য এটি একটি কঠিন সময়।