আম্মান, ২৯ ডিসেম্বর: রাজার ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী নিয়ে উত্তপ্ত আলোচনা চলাকালীন জর্ডনের সংসদের (Jordan Parliament) নিম্নকক্ষে ঝগড়া (Brawl), মারামারিতে জড়িয়ে পড়লেন একদল সাংসদ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। হাউসের স্পিকার আব্দুল করিম দুঘমি এবং ডেপুটি সোলেমান আবু ইয়াহিয়ার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সোলেমান আবু ইয়াহিয়াকে কক্ষ ত্যাগ করতে নির্দেশ দেন স্পিকার। আর তার নিয়ে মারপিট শুরু হয়ে যায়। একে অপরকে ঘুষি মারতে শুরু করেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে লাইভ ফুটেজে সেই মারপিটের ভিডিও সম্প্রচার হয়েছে। দেখা গেছে যে বেশ কয়েকজন এমপি একে অপরকে ঘুষি মারছেন। ডেপুটি স্পিকার সোলেমান মাটিতে পড়ে যান। বেশ কয়েক মিনিট ধরে চলে বিশৃঙ্খল পরিস্থিতি। আরও পড়ুন: Afghanistan Crisis: ৪০ শতাংশ মিডিয়া হাউস বন্ধ, তালিবানের দখলে থাকা আফগানিস্তানে কাজ হারিয়েছেন ৬ হাজারের বেশি সাংবাদিক
সংবিধানের প্রস্তাবিত সংশোধনী নিয়ে বিতর্কের জন্য অধিবেশন চলাকালীন অযৌক্তিক মন্তব্যের জন্য সোলেমান আবু ইয়াহিয়াকে ক্ষমা চাইতে বলেন স্পিকার আব্দুল করিম দুঘমি। সোলেমান সেই নির্দেশ অস্বীকার করলে স্পিকার তাঁকে কক্ষ ত্যাগ করতে বলেন। সেই নির্দেশ সোলেমান মানেননি। আর তার পরই শুরু হয়ে যায় মারপিট।
Several deputies traded punches in a brawl in Jordan's parliament after a verbal row escalated when the assembly speaker called on a deputy to leave, witnesses said https://t.co/4WVq2L1Div pic.twitter.com/RqA04SZHeY
— Reuters (@Reuters) December 28, 2021
জর্ডনের সাংসদ সদস্য খলিল আতিয়েহ বলেছেন, "তর্কাতর্কি থেকে মারামারি শুরু হয়ে যায়। এই আচরণটি আমাদের জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এবং আমাদের দেশের সুনাম নষ্ট হবে।"