ওয়াশিংটন, ১৮ সেপ্টেম্বর: শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত (Global COVID-19 Cases) ৩০ মিলিয়ন ছাড়িয়েছে। হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অন্তত সেকথাই বলছে। বিশ্বে মোট করোনা আক্রান্ত ৩ কোটি ৬৫ হাজার ৭২৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৬০৪। বিশ্বে সবথেকে করোনা ত্রস্ত দেশ আমেরিকা। সেখানে মারণ রোগের মোট শিকার ৬৬ লাখ ৭৪ হাজার ৭০ জন। মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৯৭ হাজার ৬১৫ জন। ৫১ লাখ ১৮ হাজার ৬৫৩ জন করোনা আক্রান্তকে নিয়ে বিশ্বে দ্বিতীয় কোভিড বিধ্বস্ত দেশ ভারত। দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৮৩ হাজার ১৯৮ জন।
অন্যদিকে ৪৪ লাখ ৫৫ হাজার ৩৮৬ জন করোনা আক্রান্তকে নিয়ে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ১০ লাখ ৮১ হাজার ১৫২ জন আক্রান্তকে নিয়ে বিশ্বের চতুর্থ স্থানে রাশিয়া। ৭ লাখ ৪৪ হাজার ৪০০ জন আক্রান্ত পেরুতে। কলম্বিয়াতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৬ হাজার ৩৭৭ জন। মেক্সিকোতে মোট করোনা আক্রান্ত ৬ লাখ ৮৪ হাজার ১১৩ জন। দক্ষিণ আফ্রিকাতে ৬ লাখ ৫৫ হাজার৫৭২ জন। স্পেনে ৬ লাখ ২৫ হাজার ৬৫১ জন। আর্জেন্টিনায় ৬ লাখ ১ হাজার ৭১৩ জন করোনা আক্রান্ত। ফ্রান্সে ৪ লাখ ৫৪ হাজার ২৬৩ জন করোনা আক্রান্ত। চিলিতে করোনা আক্রান্ত ৪ লাখ ৪৪ হাজার ১৫০ জন। ইরানে ৪ লাখ ১৩ হাজার ১৪৯ জন করোনা আক্রান্ত। ইংল্যান্ডে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৪ হাজার ৮৩ জন। বাংলাদেশে মোট কোভিড রোগী ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জন। সৌদি আরবে ৩ লাখ ২৮ হাজার ১৪৪ জন। ইরাকে ৩ লাখ ৭ হাজার ৩৮৫ জন করোনা আক্রান্ত। পাকিস্তানে ৩ লাখ ৩ হাজার ৬৩৪ জন করোনা আক্রান্ত। তুরস্কে ২ লাখ ৯৮ হাজার ৩৯ জন করোনা আক্রান্ত। ইটালিতে করোনার শিকার ২ লাখ ৯৩ হাজার ২৫ জন। ফিলিপিন্সে মোট করোনা আক্রান্ত ২ লাখ ৭৬ হাজার ২৮৯ জন। জার্মানিতে ২ লাখ ৬৯ হাজার ৪৮ জন। ইন্দোনেশিয়ায় ২ লাখ ৩২ হাজার ৬২৮ জন করোনা আক্রান্ত। ইজরায়েলে করোনা আক্রান্ত ১ লাখ ৭৫ হাজার ২৫৬ জন। ইউক্রেনে মোট করোনা আক্রান্ত ১ লাখ ৭০ হাজার ৩৭৩ জন। আরও পড়ুন-Bridge In Bihar Washed Away: নদীর জল বাড়ায় বিহারে উদ্বোধনের আগেই ভেঙে পড়ল সেতু(দেখুন ছবি)
অন্যদিকে ১০ হাজারের বেশি মৃত্যু মিছিল ব্রাজিলে, মেক্সিকোতে, ইংল্যান্ডে, ইটালি, ফ্রান্স, পেরু, স্পেন, ইরান, কলম্বিয়া, রাশিয়া, দক্ষিণআফ্রিকা, আর্জেন্টিনা, চিলি ও ইকুয়েডর।