নয়াদিল্লিঃ জো বাইডেনকে(Joe Biden) সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের(America) মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। বর্তমানে সদ্য জয়ের খুশি উপভোগ করছেন তিনি। এই জয় উচ্ছ্বাসের মাঝে রীতি অনুযায়ী ট্রাম্পকে হোয়াইট হাউসে( White House) আমন্ত্রণ জানালেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট(President) জো বাইডেন। আগামী ১৩ নভেম্বর, অর্থাৎ বুধবার বাইডেনের ডাকে হোয়াইট হাউসে যাবেন ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। এই বিবৃতিতে বলা হয়েছে, "বুধবার বেলা ১১ টায় হোয়াইট হাউসের ওভাল রুমে আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন জো বাইডেন। এই ব্যাপারে বিস্তারির পরে জানানো হবে।" প্রসঙ্গত, নির্বাচনের ফলাফল ঘোষণার পর নব নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে বিদায়ী রাষ্ট্রপতির সাক্ষাতের চল রয়েছে আমেরিকায়। যদিও ২০২০ সালে এই রীতি মানা হয়নি। ফের ২০২৪ সালে রীতি মেনে এই কাজটি করছেন বাইডেন। প্রসঙ্গত, নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন বাইডেন।
রীতি মেনে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন জো বাইডেন
Joe Biden to meet President-elect Donald Trump in White House on Nov 13
Read @ANI story | https://t.co/Te4wKleuP3#Biden #Trump #WhiteHouse #USElections pic.twitter.com/RephgnliIX
— ANI Digital (@ani_digital) November 9, 2024