টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার জো বিডেন ও কমলা হ্যারিস (Photo Credits: TIME)

ওয়াশিংটন, ১১ ডিসেম্বর: যৌথভাবে টাইম ম্যাগাজিনের ২০২০-র পার্সন অফ দ্য ইয়ার (TIME Magazine's Person of the Year 2020) হলেন জো বিডেন এবং কমলা হ্যারিস। মার্কিন মুলুকে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে ইতিহাস সৃষ্টি করেছেন জো বিডেন এবং কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবথেকে বেশি ভোটে জিতেছেন জো বিডেন। প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে মার্কিন নাগরিকত্বের দ্বিতীয় স্থানটি দখল করেছেন কমলা হ্যারিস। ২০১৯-এ টাইমস ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার হয়েছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। বিশ্বজুড়ে পরিবেশ বাঁচানোর আন্দোলনকে অনুপ্রাণীত করতে তিনি বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানদের চ্যালেঞ্জ জানিয়েছিলেন। আধুনিকতা সর্বস্ব দুনিয়া পৃথিবীর প্রাকৃতি পরিবেশকে নষ্ট করছে প্রতিনিয়ত। তা রুখতে চেয়েই আন্দোলন গ্রেটার। আরও পড়ুন-Coronavirus Cases In India: শুক্রবার দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৮ লাখ ছুঁই ছুঁই, কমছে দৈনিক সংক্রমণ

টাইমস ম্যাগাজিনের ২০২০-র চূড়ান্ত চার প্রতিযোগী ছিলেন জো বিডেন, ডোনাল্ড ট্রাম্প, অ্যান্টনি ফাউসি ও কমলা হ্যারিস। ২০২০-তে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬-তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বিডেন। অন্যদিকে মহামারী করোনায় বিধ্বস্ত মার্কিন মুলুক। এজন্য ট্রাম্প প্রশাসনকেই দায়ী করেছে সবাই, একেবারে তুমুল সমালোচনার মুখে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।