জো বাইডেন (Photo Credits: X)

নয়াদিল্লিঃ এ বার আমেরিকার(America) মাটিতে দীপাবলি(Diwali 2024) উদযাপন। গত বছরের মতোই জো বাইডেনের(Joe Biden) উদ্যোগে হোয়াইট হাউসে(White House) পালিত হল দিওয়ালি। সোমবার ওয়াশিংটন(Washington) হাউসের ব্লু রুমে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করলেন বাইডেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে হাজির ছিল প্রায় ৬০০ জনের বেশি অতিথি। আমেরিকার ভারতীয় বংশোদ্ভুতদেরও আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে। রাষ্ট্রপতি হিসেবে এটাই হোয়াইট হাউসে বাইডেনের শেষ দীপাবলি পালন। তাই কোনও দিকে কোনওরকম ফাঁক রাখতে চাননি তিনি। একেবারে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদিও এই অনুষ্ঠানে যোগ দিয়ে পারেননি লেডি বাইডেন এবং কমলা হ্যারিস। কারণ সামনেই আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। তাই নির্বাচনী কর্মসূচীতে ব্যস্ত হয়ে পড়েছেন তাঁরা। নির্বাচনের ময়দানে লড়াই করতে তৈরি হচ্ছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা। এ দিন দীপাবলির পার্টিতে বাইডেন বলেন, "প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন করে আমি গর্বিত। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।"

প্রবাসে দীপাবলি, হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে উদযাপন বাইডেনের