US Presidential Elections 2020: অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীপদ গ্রহণ জো বাইডেনের
জো বাইডেন File Image | (Photo Credits: Getty Images)

ওয়াশিংটন, ২১ অগাস্ট: অ্যামেরিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) আসন্ন নির্বাচনের (US Presidential Elections 2020) জন্য ডেমোক্র্যাটিক পার্টির (Democratic Party) প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেছেন। ৭৭ বছর বয়সী বাইডেন ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের শেষ দিনে এই মনোনয়ন গ্রহণ করেছেন। গতকাল ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস ভাইস-প্রেসিডেন্ট পদের মনোনয়ন পেয়েছেন।

প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে বাইডেন তিন দশক ধরে ডেলাওয়্যার থেকে সিনেটর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি সর্বপ্রথম ১৯৮৮ সালে প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ঝাঁপান এবং ২০০৮ সালেও তিনি চেষ্টা করে ব্যর্থ হন। আরও পড়ুন: Kamala Harris: মার্কিন মুলুকে মৃত্যু মিছিলের জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতা, তোপ দাগলেন কমলা হ্যারিস

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলেন জো বাইডনের প্রতিদ্বন্দ্বী ও রিপাবলিকান পার্টির সম্ভাব্য মনোনীত প্রার্থী। আগামী সপ্তাহে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের সময় ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনীত করা হবে।