Jerusalem Shooting: জেরুজ়ালেমে (Jerusalem) হামলা চালাল জঙ্গিরা। পরপর ২ বন্দুকধারী জেরুজ়ালেমে হামলা চালিয়ে ৪ জনকে মেরে ফেলল। আহত ১৬ জন। যাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই ৬ জন বাঁচবেন কি না, তা নিয়ে শঙ্কা ছড়াতে শুরু করেছে।
জেরুজ়ালেমের ইগাল ইয়াদিনের রাস্তায় হঠাৎ হামলা চালায় প্যালেস্তাইনের ২ বন্দুকধারী। গুলি চালিয়ে পরপর ৪ জনকে খতম করা হয়। রিপোর্টে প্রকাশ, একটি বাসে করে ঘটনাস্থলে হাজির হয় বন্দুকধারীরা। এরপর ওই বাসের যাত্রীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। যার জেরে পরপর ৪ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
জানা যায়, প্যালেস্তিনীয় বন্দুকধারীরা হাজির হয়ে জেরুজ়ালেমের রাস্তায় গুলি চালাতে শুরু করে। গুলি চলতেই শুরু হয় হুলুস্থূল। ইজরায়েলিদের লক্ষ্য করেই চলে ওই হামলা। ফলে ইজরায়েলি সেনা হাজির হয়ে গুলি চালিয়ে বন্দুকধারীদের নিকেষ করে।
এএফপির খবর অনুযায়ী, সোমবার সকাল (স্থানীয় সময়) ১০.১৩ মিনিট নাগাদ জেরুজ়ালেমের রাস্তায় গুলি চালানো শুরু করে প্যালেস্তিনীয় বন্দুকধারীরা। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কারটজ় হামাসকে চরম হুঁশিয়ারি দেন। হামাস হয় আত্মসমর্পণ করুক না হলে তা ফল ভুগতে হবে বলে হুমকি দেন ইজরায়েলের মন্ত্রী। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ওই হুমকির পরপরই গুলি চালানো শুরু হয় উত্তর জেরুজ়ালেমে।
প্রসঙ্গত গাজ়ায় গত সপ্তাহে বিক্ষোভ দেখান ইজরায়েলিরা। হামাসের (Hamas) কবল থেকে ইজরায়েলি পণবন্দিদের মুক্ত করতে হবে বলে দেখানো হয় বিক্ষোভ। গত সপ্তাহের ওই বিক্ষোভের পরপরই এবার উত্তর জেরুজ়ালেম লক্ষ্যে করে প্যালেস্তিনীয় বন্দুকধারীরা গুলি চালাতে শুরু করে।
দেখুন সেই ভিডিয়ো যখন জেরুজালেমের রাস্তায় গুলি চালাতে শুরু করে প্যালেস্তিনীয় বন্দুকধারীরা...
Update: Hebrew media:
4 killed and 16 injured, including 7 in serious condition, in the Jerusalem shooting. https://t.co/PlWYUzSLO8 pic.twitter.com/aBPvcCuXEl
— Warfare Analysis (@warfareanalysis) September 8, 2025
গুলি চালানোর একের পর এক ভিডিয়ো সামনে আসতে শুরু করে...
BREAKING
Hebrew sources: Two Palestinian gunmen carried out a shooting at the Ramot settlements in Jerusalem, leaving 16 injured, 6 of them in serious condition. pic.twitter.com/PedF5gDKcX
— Warfare Analysis (@warfareanalysis) September 8, 2025