Jeddah Tower vs Burj Khalifa. (Photo Credits: X)

পার্থ প্রতিম চন্দ্র: বছর সাতেক বন্ধ থাকার পর ফের শুরু হল 'জেড্ডা টাওয়ার'(Jeddah Tower) তৈরির কাজ। দুনিয়ার উচ্চতম ভবন দুবাইয়ের বুর্জ খলিফা (Burj Khalifa)-র রেকর্ড ভাঙার লক্ষ্যে কোমর বেঁধে নামল সৌদি আরব। ২০২৮ সালের মধ্য়ে ১০০০ মিটার উচ্চতার দুনিয়ার সবচেয়ে উঁচু টাওয়ারের তৈরি হওয়ার পরিকল্পনা নিয়েছে সৌদি। দুনিয়ার সবচেয়ে বড় বিল্ডিং 'বুর্জ খলিফা'- চেয়ে আরও ৫০টি তলা বেশী উঁচু হবে 'জেড্ডা টাওয়ার'। দুবাইয়ের বুর্জ খলিফায় আছে মোট ১৬৩টি তলা, সেখানে জেড্ডার এই টাওয়ারে থাকতে চলেছে অন্তত ২১৩ তলা।

কী থাকবে জেড্ডা টাওয়ারে

সেই Jeddah টাওয়ারে থাকা অত্যাধুনিক ঘর, অফিস, পাঁচতারা হোটেল, ওয়াচ ডেক, রেস্তোরাঁ, স্য়ুইমিং পুল, জিম, গল্ফ কোর্স। জেড্ডায় তৈরি হওয়া টাওয়ারটির ছাদে থাকবে হেলিপ্যাড, টেনিস কোর্টও। ২০১৩ সাল থেকে ২০১৮-৬ বছরে জেড্ডা টাওয়ারের তিনভাগের একভাগ কাজ হয়ে গিয়েছিল। কিন্তু আর্থিক সঙ্কট, শ্রমিক সমস্যার কারণে ২০১৮ সালে থমকে গিয়েছিল সৌদি আরবের রাজধানী শহরের আকাশছোঁয়া এই টাওয়ার তৈরির কাজ। কিন্তু এবার ফের গা ঝাড়া দিয়ে উঠে জেড্ডা টাওয়ার তৈরির কাজ শুরু হল। মাটি থেকে জেড্ডা টাওয়ারের উচ্চতা হতে চলেছে এক হাজার মিটার (৩ হাজার ২৮১ ফুট)। যেখানে দুনিয়ার উচ্চতম বিল্ডিং 'বুর্জ খলিফা'-র উচ্চতা হল ৮২৯.৮০ মিটার (২ হাজার ৭২২ ফুট)।

ফের শুরু জেড্ডা টাওয়ার তৈরির কাজ

২০২৮ সালের মধ্য়ে 'জেড্ডা টাওয়ার' সম্পূর্ণ করে ফেলার লক্ষ্যমাত্রা

সৌদি আরবের পরিকল্পনা ২০২৮ সালের মধ্যেই 'জেড্ডা টাওয়ার' সম্পূর্ণ তৈরি করে ফেলা হবে। কিন্তু এত তাড়াতাড়ি কী করে সম্ভব? ইঞ্জিনিয়রদের পরিকল্পনা হল, প্রতি চারদিনে জেড্ডা টাওয়ারের একটি করে তলা (Floor) সম্পূর্ণ করে ফেলা হবে। মানে মাসে তৈরি হবে প্রায় সাতটি তলা। দুনিয়ার সবচেয়ে উঁচু টাওয়ারটি সম্পূর্ণ তৈরি করতে লাগবে ২০ বিলিয়ন মার্কিন ডলরা। পুরো টাওয়ারটি তৈরি করতে ৮০ হাজার টন স্টিল, ৫ লক্ষ কিউবিক মিটার সিমেন্ট লাগবে। জেড্ডা টাওয়ারের ওজন হবে ৯ লক্ষ টন, সেখানে বুর্জ খলিফার ওজন ৫ লক্ষ টন। ২০১০ সালের ৪ জানুয়ারি উদ্বোধন হয়েছিল দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং 'বুর্জ খলিফা'।