VP JD Vance: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। মাত্র ৪১ বছর বয়েসে মার্কিন প্রেসিডেন্টের ডেপুটি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন ভান্স। এত কম বয়েসে আমেরিকায় আগে কেউ কখনও ভাইস প্রেসিডেন্ট হননি। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আর চলতি বছর জানুয়ারিতে যখন প্রেসিডেন্ট পদে শপথ নেন, তখন তাঁর বয়স ছিল ৭৮ বছর ২ মাস। এত বেশি বয়সে মার্কিন মুলুকে আগে কেউ প্রেসিডেন্ট হিসাবে শপথ নেননি। সবচেয়ে বেশি বরিষ্ঠ প্রেসিডেন্টের সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্টের এবার নয়া দাবি। ভান্স বললেন, প্রেসিডেন্ট ট্রাম্প দারুণরকম সুস্থ আছেন। ২০০ দিন ক্ষমতায় এসে দেশকে ঐতিহাসিক সাফল্য এনে দিচ্ছেন। এবং অনায়াসে চার বছর পূর্ণ মেয়াদ সফলতার সঙ্গে সম্পূর্ণ করবেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা হু হু করে কমছে
তবে গত মাসে হোয়াইটহাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের শিরায় ক্রমিক এক সমস্য়া ধরা পড়ছে। তারপর থেকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা চলছে। এই জল্পনা উড়িয়ে ভান্স জানালেন, ট্রাম্প পুরোপুরি সুস্থ আছে। তবে ভান্স এই কথাও সাফ জানালেন, কোনওরকম ট্র্য়াজেডি ঘটলে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে প্রস্তুত। ২০২৮ সালে ট্রাম্পের মেয়াদ শেষ হলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসাবে ভান্সকেই দেখার সম্ভাবনা প্রবল। আমেরিকার ৪৮তম প্রেসিডেন্ট হিসাবে ভান্সকে এখন ফেভারিট ধরা হচ্ছে। তবে ট্রাম্পের জনপ্রিয়তা আমেরিকায় যেভাবে দ্রুত কমছে, তাতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসাবে জেতা মোটেও সহজ কাজ হবে না। একের পর ইস্যুতে ট্রাম্পের জনপ্রিয়তা তার দেশে কমছে।
ভান্স কি পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হবেন?
আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভান্সের পক্ষে থাকছে, তাঁর ভাবমূর্তি, সুন্দর গুছিয়ে কথা বলতে পারা ও প্রশাসনিক কাজের চাপ বহনের ক্ষমতা। আর তাঁর বিপক্ষ যাচ্ছে, ট্রাম্পের রাবার স্ট্যাম্প হিসাবে কাজ করা, ভাইস প্রেসিডেন্ট হিসাবে কোনও নিজস্বতা না থাকা, বৈদেশিক নীতিতে পরিপক্কতার অভাব।
জেডি ভান্সের স্ত্রী ঊষা ভান্স হলেন প্রবাসী ভারতীয়
প্রসঙ্গত, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষা বালা চিলুকুরি একজন ভারতীয়-আমেরিকান। ঊষা ভান্স একজন মার্কিন আইনজীবী এবং হিন্দু আমেরিকান হিসেবে পরিচিত। ভাইস প্রেসিডেন্ট হওয়ার সস্ত্রীক ভান্স আগ্রার তাজমহল, দিল্লি, জয়পুর ঘুরতে এসেছিলেন। তবে স্ত্রী প্রবাসী ভারতীয় হলেও ভারতীয়দের প্রতি ট্রাম্পের মত ভান্সও বেশ বিরূপ।