Representational Image

এবার নয়া গবেষণায় তথ্য প্রকাশ করল জাপান (Japan)। সম্প্রতি জাপানের একটি গবেষণায় দাবি করা হয়েছে, যে মধ্য বয়স্ক ব্যক্তিরা যৌন সঙ্গমে লিপ্ত হন বেশি কিংবা যৌনতা যাঁদের বেশি, তাঁরা বেশি বছর পর্যন্ত জীবিত থাকেন। সেই তুলনায় যে ব্যক্তিরা যৌনতার আগ্রহ হারিয়ে ফেলেন, তাঁদের জীবনের মেয়াদ কম। জাপানের ইয়ামাগাটা বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি এমনই একটি গবেষণার ফলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয় । ইয়ামাগাটা বিশ্ববিদ্যালয়ের দাবি, যৌনতায় আগ্রহী পুরুষরা বেশিদিন জীবিত থাকেন।

সম্প্রতি জাপানের ইয়ামাগাটা বিশ্ববিদিযালয়ের তরফে ৮৫০০ জনেরও বেশি পুরুষকে এই গবেষণায় অংশ নেওয়ার জন্য় আহ্বান করা হয়। যাঁদের মধ্যে ৮.৩ শতাংশের বিপরীত লিঙ্গের প্রতি কোন আগ্রহ ছিল না। অংশগ্রহণকারী প্রায় ১২,৪০০ জন মহিলার মধ্যে ১৬.১ শতাংশের দাব, তাঁদের বিপরীত লিঙ্গের প্রতি কোনও আগ্রহ নেই। তবে এই গবেষণার সময় ৩৫৬ জন পুরুষ এবং ১৪৭ জন মহিলার মৃত্যু হয়েছে।