জাপানে ভূমিকম্পের জেরে প্রাণ হারাল ৬ জন। সোমবার রিখটার স্কেলে ৭.৫ মাত্রায় ভূমিকম্প হয়। ইউনাইটেড স্টেটস অফ জিওলজিক্যাল সার্ভের(United States Of Geological Servey) তরফে জানানো হয়েছে যে বিকেল ৪.১০ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনূভূত হয়। যা ১০ কিলোমিটার গভীর বলে জানিয়েছেন তারা।
তীব্র ভূমিকম্পের জেরে আগুন লেগে যায় বিভিন্ন জায়গায়, ভেঙে পড়ে বেশ কিছু বিল্ডিং, প্রায় ১০০ টি বাড়ি আগুন লাগার কারণে ধ্বংস হয়েছে বলে জানা গেছে।ইশিকাওয়াতে শিখা নিউক্লিয়ার পাওয়ার কেন্দ্রে বিস্ফোরনের শব্দ শোনা গেছে বলে জানা যাচ্ছে। মোবাইল ফোনের পরিষেবাও ব্যহত হয় এই তীব্র ভূমিকম্পের জেরে।
ভূমিকম্পের কারণে বুলেট ট্রেনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জাপানে ভারতীয় দূতাবাসের তরফেও সুনামি এবং ভূমিকম্প নিয়ে আপৎকালীন পরিস্থিতিতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র বিন্দু ছিল আনামিজুর উত্তর পশ্চিম থেকে ৪২ কিলোমিটার দূরে। সুনামির আশঙ্কার কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলি থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার বার্তা দেওয়া হয়।
বিপর্যয় মোকাবিলার তরফে উদ্ধারকার্য শুরু করা হয়েছে জাপানের বিভিন্ন এলাকায়।
Six killed in 7.5 magnitude earthquake in Japan
Read @ANI Story | https://t.co/dYkKb0uEr5#Japan #JapanEarthquake pic.twitter.com/kIH2yE861E
— ANI Digital (@ani_digital) January 2, 2024